ভারতের আইপিএল এর আদলে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়াম লিগ বা বিপিএল এর উত্তর ও সাধারণ গ্যালারির টিকেট ৫০০, ক্লাব হাউজ সাড়ে তিন হাজার, আন্তর্জাতিক গ্যালারি ৫ হাজার এবং বিসিবি কর্পোরেট হাউজের প্রতিটি সিটের মূল্য ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ৪৫ কোটি টাকায় টিকেট বিক্রির স্বত্ব কিনে নেয়া শিহাব ট্রেডিং এর সভাপতি সেলিম চৌধুরী টিকেটের এ মূল্যের কথা জানান। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের মাঠের গ্যালারি কানায় কানায় পূণর্ থাকলেও, ঘরোয়া ক্রিকেটের প্রায় প্রতিটি ম্যাচেই তা থাকে ফাঁকা। যা কিছুই থাকে, তাও পূর্ণ থাকে ক্রিকেট প্রেমী ছাত্রছাত্রী আর সাধারণ দর্শকে। বাংলাদেশের ক্রিকেটের দর্শকদের একটা বড় অংশ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী। অনেকেই বলছেন, টিকেটের এই উচ্চহার সাধারণ দর্শক বিশেষ করে ছাত্র/ছাত্রীদের জন্য একটু বেশিই হলো! অবশ্য টিকেট বেনিয়ারা বলছেন, ৫০০ টাকায় দুটি খেলা দেখা যাবে। উপরি হিসেবে থাকভে ভারতীয় নায়িকাদের নাচ-গান। প্রীতি জিনতা, রাণী মুখার্জীদের নামও বলা হয়েছে সাংবাদিক সম্মেলনে। ছাত্রদের পকেট কেটে এই টাকা তাহলে কি ভারতীয় নায়িকাদের ভ্যানিটি ব্যাগে যাবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি চায়? ক্রিকেট এর উন্নয়ন? নাকি অন্য কিছু?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।