দাড়াও, হ্যা তোমাকেই বলছি, সেই তোমাকে যে তুমি স্পর্ধার সাথে টেনে দাও উপসংহার এক যৌথ সময়ের। তোমার দেখা মহাকালের শ্যা্ওলাতে কি ছিলনা আমার শেষ বৃষ্টির প্রতিক্ষা? তোমার বৃষ্টিস্না্ত কাক সে ও তো রোজ এসে খেয়ে যেত আমারি কবিতার রাত্রীগুলো, আর তোমার পোতাশ্রয়ে যে জাহাজ বাজিয়ে চলে সাইরেন তার কাপ্তান তো আমারি অশ্র্রু গানের শেষ সঞ্চারি। তোমার ইটের দেয়ালে কথা বলে যে মহাকালের আর্তনাদ সে তো আমারি কবিতা হারানোর আর্ত বিলাপ। তোমার সাতাত্তর কিংবা সাতাশে সমস্ত প্রহর জুড়ে যে বিশ্বাস আমি একে দিয়েছি অবিশ্বাসের দিনগুলোতে সে আমার প্রেম, আমার প্রজাপতির বিক্ষত ডানা। তোমার সাতাশ কিংবা সাতাত্তরের হিসেবটা আরেকবার কষতে চাই, আমাদের যৌথ সময়ের বেলাভূমে দাড়িয়ে। কেনান তোমাতে আমার প্রাণের বিনিয়োগ ফুরানোর এখনও ঢের বাকি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।