নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে দু’দল ছাত্রের সংঘর্ষে আহত ৫
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে (এনএসইউ) অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে মঙ্গলবার ছাত্রদের দু’পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে অন্তত ৫ জন আহত হয়ছে।
আহতদের মধ্যে শামীম হোসেন শুভ ও খোরশেদ আলম হৃদয়ের নাম জানা গেছে।
তারা অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে।
হামলাকারীরা ছাত্রদল ও হিযবুত তাহরীরের রাজনীতির সঙ্গে যুক্ত বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
সূত্র জানায়, এনএসইউ শাখায় ছাত্রলীগের কমিটি দেওয়াকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই চাপা উত্তেজনা বিরাজ করছিল দুটি পক্ষের মধ্যে।
ছাত্রলীগের সিনিয়র নেতা সৌরভ ভূঁইয়া আহত শুভর বরাত দিয়ে জানান, শুভ সম্ভাব্য কমিটির সভাপতি প্রার্থী ঘোষণা দেয় নিজেকে। শুভর সঙ্গে প্রতিপক্ষ গ্রুপের জুলহাসসহ অন্যরা লিয়াজো করে কমিটিতে ঢোকার চেষ্টা করে।
কিন্তু এদের মধ্যে বেশ কয়েকজন ছাত্রদল ও হিযবুত তাহরীরের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে- মর্মে বিষয়টি শীর্ষ পর্যায়ে জানায় শুভ।
এরই জের ধরে মঙ্গলবার শুভকে একা শাসিয়ে দেয় জুলহাসরা।
এ সময় উভয়ের মধ্যে একদফা ধাক্কাধাক্কিও হয়।
সন্ধ্যায় শুভসহ আরো কয়েকজন ক্যাম্পাসে এলে তাদের ওপর সশস্ত্র হামলা চালায় জুলহাসরা। ধারালো অস্ত্র দিয়ে কয়েকজনকে আঘাত করে।
আহতরা অ্যাপোলো হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ বাসায় চলে যায়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে বলেন, ‘এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।
তবে ডায়েরিতে কোনো ছাত্র সংগঠনের নাম উল্লেখ নেই।
এ ঘটনায় কাউকে আটকও করা হয়নি বলে জানান তিনি।
খবরের সোর্স
কয়েকদিন যাবত দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের তান্ডবের কথা মিডিয়াতে দেখতে দেখতে গা-সওয়া গেছে। কিন্তু আজকে বাংলানিউজ এর এই রিপোর্টটি পড়ে অবাক হয়ে গেলাম। এও কি সম্ভব এনএসইউ এর মতো জা্য়গাতেও ছাত্রলীগের মারামারি চলবে???
কেনো জানি বাংলানিউজ এর এই রিপোর্টটি আমার বিশ্বাস হচ্ছেনা।
কারন আমি নিজে অন্য একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে ব্যাক্তিগতভাবে জানি এসব জায়গাতে ম্যানেজমেন্ট এর কন্ট্রোল কি পর্যায়ে থাকে। আর এনএসইউ এর সিকিউরিটি ভেদ করে ক্যাম্পাসের ভিতরে সশস্ত্র হামলা কিভাবে সম্ভব তাই বুঝতে পারছিনা। আর রিপোর্ট এর ছবিটি এনএসইউ এর নয় বলেই আমার বিশ্বাস। তাই ব্লগের যারা এনএসইউ এর ছাত্র তাদেরকাছেই জানতে চাচ্ছি যে আদতে ঘটনাটি সত্য নাকি?? আপনাদের অথরিটি কি আসলেই ক্যাম্পাসে ছাত্র রাজনিতি অনুমোদন করেছে??? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।