জীবণটা অনেক কষ্টের আবার অনেক আনন্দেরও..সত্যিই অদ্ভুত!
এটা আমার প্রথম লেখা,কিন্তু শুরুটা একটু ঝাঝালো হলো । কারণ এটা আমাদের অধিকার আদায়ের প্রশ্ন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি অবৈধ ভাবে বাড়ানো হয়েছে। কেউ হইতো প্রশ্ন করবে অবইধ বলছি কেনো? কারণ আমরা ভার্সিটিতে একটা কমিটমেন্টে ঢুকি,যেমন আমাদের ক্রেডিট ফি কত হবে,স্টুডেন্ট এক্টিভিটি ফি কত হবে,বাকী অন্যান্যদি কি রকম,এসব।এখন যদি মাঝখানে এসে বলে আমাদের আরো দিতে হবে কোন কারণ ছাড়া তাহলে আমরা এটাকে কি অবৈধ বলব না?
এর আগের বারও অবৈধ ভাবে টিউশন ফি বাড়ানোতে আমরা প্রতিবাদ করেছিলাম এবং সেখানে যথাযথ ভাবে মিডিয়া সাপোর্ট পাওয়াতে আমরা সফল হই।আশা করছি এবারও এর ব্যত্যয় হবে না। আমরা শুরু থেকে তাই সকল মিডিয়ার সাপোর্ট চাচ্ছি।
এই সম্পর্কিত ফেইসবুকের একটি ইভেন্ট : লিঙ্ক
প্রতিবাদ শুরু হবে- ১০ই মে,রবিবার,২০০৯->সকাল ৯ টায়।
স্থান->নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়,বনানী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।