আজীবন নর্থ লাইন হয়েই থাকতে চাই। সম্মানিত ব্লগার ও পাঠকগণ,
আপনাদের প্রতি যথাযথ সম্মান ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার উপস্থিতি জানান দিচ্ছি। আশা করি আপনারা আমাকে সাদরে গ্রহণ না করলেও অন্তত অনাদরে গ্রহণ করবেননা। সে যাইহোক, প্রথম দেখাতে আমি আপনাদেরকে আমার পরিচয় দিয়ে নিচ্ছি।
আপনারা সবাই ভূগোল বিষয়ের সাথে পরিচিত আর এই বিষয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ যে মানচিত্র তাও আপনারা অবগত।
তো, এই মানচিত্রের যে দিক নির্দেশক তীঁর চিহ্ন তাঁর নামই হলো নর্থ লাইন। মূলত এই তীঁর চিহ্ন মানচিত্রের উত্তর দিককে পাঠককে নির্দেশ করে আর বাকি দিকগুলো পাঠককে ঠিক করে নিতে হয়। হয়তো অনেকেই বিরক্ত হচ্ছেন। দুঃখিত, আমি আসলে ভূগোলের জ্ঞান দিতে চাচ্ছিনা। আপনাদেরকে বলতে চাইছি যে, আমি নর্থ লাইন নামে আপনাদের সামনে এসেছি রূপক অর্থে আর চেষ্টা করবো ব্লগিংয়ের দিককে সুন্দরের দিকে ধরে রাখতে।
আশা করি আপনাদেরকে পাশে পাব। ধন্যবাদ সবাইকে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।