আমাদের কথা খুঁজে নিন

   

উপস্থিত না থেকেও আসামী

আমরা শুধু আপন মানুষ খুঁজি, আপন মানুষদের খুঁজতে হয় না, তারা পাশেই থাকে !! সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবারের ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলায় অনেক ভূতূরে আসামীর নাম পাওয়া গেছে। খোজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক দায়ের কৃত মামলার ৩৬ জন আসামীর মধ্যে অনেকেই ভাংচুরের সাথে জড়িত ছিল না। এমনকি অনেকে ক্যাম্পাসের বাইরে অবস্থান করছিল। বৃহস্পতিবার রাতে লেভেল-০১, সেমিস্টার-০২ এর ছাত্র মাহবুবুর রহমান উল্লাস নিজ বাসায় অবস্থান করছিলেন। লেভেল-০২ সেমিস্টার-০২ এর ছাত্র সুব্রত দেবনাথ তার বন্ধু রাহুল সরকারের জন্মদিনের আয়োজন করতে সিলেট শহরে ব্যাস্ত ছিলেন।

ভাংচুরের অনেক পরে লেভেল-০৩ সেমিস্টার-০২ এর ছাত্র জাহের আহমেদ ক্যাম্পাসে প্রবেশ করে। কিন্তু এদের সবার নামে মামলা করা হয়েছে। এমনকি অনেক প্রত্যক্ষদর্শী কিংবা ভাংচুর ফেরাতে আসা শিক্ষার্থীদের নামেও মামলা হয়েছে। এদের মধ্যে জিয়াউল হক জুয়েল, পলাশ মন্ডল, অনিক দাশ অন্যতম। এরকম ভুতুরে মামলায় অনেকেই বিস্ময় প্রকাশ করেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন প্রশাসনিক কর্মকর্তা বলেন-“তরিঘরি করে তালিকা বানাতে গিয়ে ভূ’লে অনেকের নাম থাকতে পারে। তবে মামলা হলেই কারো শাস্তি হবে না। প্রকৃত ভাংচুরকারী ও অগ্নিসংযোগকারীদের শাস্তির আওতায় আনা হবে। ” উল্লেখ্য গত বৃহস্পতিবার ভেটেরিনারী ও এনিমেল সায়েন্স অনুষদের লেভেল-০২, সেমিস্টার-০২ এর ফল বিপর্যয়ের ঘটনাকে কেন্দ্র করে ভ্ঙাচুর ও অগ্নিসংযোগের ঘটরা ঘটে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে ৩৬ জনের নামে মামলা করে।

গতকাল বোর্ড আফ ডিসিপ্লিন ও সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ৩জনকে ক্যাম্পাস থেকে বহিস্কার করা হয়।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.