রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ঘোষণা করেছেন, সিরিয়া সমস্যা সমাধানের লক্ষ্যে অনুষ্ঠেয় জেনেভা দ্বিতীয় সম্মেলনে অবশ্যই ইরান উপস্থিত থাকবে।
চলতি নভেম্বর মাসে সুইজারল্যান্ডের জেনেভায় এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা।
গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন, সিরিয়ার চলমান ঘটনাবলীতে যেসব দেশের প্রভাব রয়েছে তাদের সবাইকে অবশ্যই আমন্ত্রণ জানানো হবে। এর মধ্যে শুধু আরব দেশগুলো নয় ইরানও আমন্ত্রণ পাবে।
তিনি আরো বলেন, সিরিয়া ইস্যুতে বাইরের যত প্রভাবশালী শক্তি রয়েছে তাদের প্রত্যেকের পরিপূর্ণ প্রতিনিধিত্ব থাকতে হবে সম্মেলনে। সিরিয়ার বিভিন্ন গ্রুপের ওপর যাদের সামান্য প্রভাবও রয়েছে তারা অবশ্যই জেনেভা সম্মেলনের প্রাথমিক পর্বে যোগ দেবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।