মানুষ পরাজিত হতে পারে কিন্তু কখনো ধ্বংস হয় না। - আর্নষ্ট হেমিংওয়ে
আমি উপস্থিত হয়েছি তোমার জ্যা-আকর্ষনে,
তোমার লীলাভর কন্ঠস্বর শুনবার আশায়।
এতোদিন নির্বাসিত ছিলাম,
নিজের প্রবল ক্লেশে..
প্রভুর স্বর্গে থেকেও ক্লান্ত..ধরা বিচ্ছিন্ন একাকী পথিক।
হৃদয় পৃথিবীকে জড়িয়ে ধরতে চাইছে,
তাই আজ ত্রিলোকের মধুর চন্দ্রালোকিত রাতে,
উপস্থিত হয়েছি তোমার সূডৌল হাতটি ধরবো বলে।
প্রতীক্ষারত মনের চাইতে দূর্ভাগা আর কে আছে বলো!
আমার হৃদয় ডুবেছে তোমার জলপদ্ম ভরা স্রোতে।
অফুরন্ত যৌবনময় এ ক্ষন-
পাতার মর্মরে ফেনায়িত অরন্যের কল্লোল।
ইর্ষান্বিত মেঘদল-রুপালি চাঁদের চাকা ঘুড়ছে
বাতাসের প্রবলতায়।
আর সময়গুলো আবর্তিত হয়
তোমার-আমার বুনো লতাপাতায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।