আমাদের কথা খুঁজে নিন

   

বিয়ে সুস্বাস্থ্যের চাবি

উপলব্ধি করুন সুস্বাস্থ্যের চাবিকাঠির তালিকায় নয়া এক আইটেম যোগ হয়েছে৷ বিয়ে৷ বিবাহিত মানুষগুলো অবিবাহিত কিংবা ডিভোর্সি মানুষের চেয়ে স্বাস্থবান হয়৷ যুক্তরাষ্ট্রের গবেষকরা এমনটিই জানালেন৷ তবে গত কয়েক দশকে তাদের মধ্যকার এ পার্থক্যটা কমে আসছে৷ গবেষণাদলের প্রধান মিশিগান স্টেট ইউনিভার্সিটির অ্যাসিসট্যান্ট প্রফেসর হুই লিউ ও তার সহকর্মীরা ৩২ বছর ধরে এ বিষয়ে গবেষণা চলিয়েছেন৷ তারা ২৫ থেকে ৮০ বছরের ১০ লাখেরও বেশি লোকের ওপর গবেষণা চালিয়ে এ সিদ্ধান্তে পৌঁছেছেন৷ কারণ হিসেবে লিউ দেখিয়েছেন দুটো বিষয়৷ প্রথমত_ বিবাহিত মানুষ সামাজিক সহযোগিতা ও অর্থনৈতিক নিরাপত্তা অধিক নিশ্চিত করতে পারে৷ অপরদিকে অবিবাহিত এবং ডিভোর্সি মানুষ শারীরিক ও মানসিকভাবে সবসময় বিপর্যস্ত থাকে৷ নিউইয়র্কের মন্টেফিওরে মেডিকেল সেন্টারের ‘সাপোর্টিং হেলদি ম্যারিজ’ প্রোগ্রামের প্রধান সাইকিয়াট্রি অ্যান্ড বিহাভিওরাল সায়েন্স-এর ভাইস চেয়ারম্যান স্কট ওয়েজলার জানান, সাধারণত বিয়ে প্রথাটাই মানুষকে স্বাস্থবান, সুখী এবং ধনী করে তুলে৷ বিশেষ করে পুরুষের ক্ষেত্রে ব্যাপারগুলো বেশি প্রযোজ্য৷ তবে এই স্বাস্থ্যবান এবং সুখী হওয়ার প্রক্রিয়াটি বিবাহিত কিংবা অবিবাহিত নারীদের ক্ষেত্রে তেমন একটা পার্থক্য সৃষ্টি করে না। আকাম উকাম বাদ দেন। সামর্থ্য থাকলে বিয়া করেন। মন, শরীর সব ভাল থাকবো।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.