আমাদের কথা খুঁজে নিন

   

মহিলা পুলিশ থানা !

সূত্র থেকে পরতে এই লিংকে ক্লিক করুন উপমহাদেশে প্রথম মহিলা পুলিশ থানা চালু হলো। ভারতের বিহার রাজ্যের নীতিশ কুমার সরকার নালান্দা জেলায় গতকাল সোমবার মহিলা পুলিশ থানা উদ্বোধন করেন। একজন ওসি, একজন উপ পরিদর্শক, ৮ জন কনস্টেবল সহ সর্বমোট ১০ জন মহিলা সদস্য নিয়ে থানার যাত্রা শুরু হয়। মহিলাদের ওপর যত ধরনের অপরাধ সংঘটিত হবে সে সব অভিযোগ এখানে দায়ের করা হবে। মহিলারা বিনা সঙ্কোচে এখানে আসবেন এবং মামলা দায়ের করবেন।

মামলার তদন্ত করতে যাবেন সেই মহিলা পুলিশরাই। এরকম ৪০ টি থানার তৈরি করার ঘোষণা ছিলো বিহার সরকারের। যার একটি ২৩ শে জানুয়ারি থেকে চালু হলো। বিহারের প্রত্যেক পুলিশ থানার পাশাপাশি মহিলা পুলিশ থানা থাকবে। এজন্য বিহার সরকার বড় আকারের অর্থ বরাদ্দ রেখেছে।

ইতিমধ্যে বিহার সরকার মহিলা থানা করার জন্য ২৫.৪৪ কোটি টাকা মঞ্জুর করেছে। এই টাকা দিয়ে ৬৪০ টি পদ সৃষ্টি করা হবে যার মধ্যে ২১ জন মহিলা পরিদর্শক, ১২১ জন মহিলা উপ পরিদর্শক, ১০১ জন সহকারী মহিলা উপ পরিদর্শক, ৮০ জন মহিলা হাবিলদার ও ৩২৪ জন মহিলা কনস্টেবল থাকবে। উপমহাদেশে প্রথম মহিলা পুলিশ থানা চালু হলো। ভারতের বিহার রাজ্যের নীতিশ কুমার সরকার নালান্দা জেলায় গতকাল সোমবার মহিলা পুলিশ থানা উদ্বোধন করেন। একজন ওসি, একজন উপ পরিদর্শক, ৮ জন কনস্টেবল সহ সর্বমোট ১০ জন মহিলা সদস্য নিয়ে থানার যাত্রা শুরু হয়।

মহিলাদের ওপর যত ধরনের অপরাধ সংঘটিত হবে সে সব অভিযোগ এখানে দায়ের করা হবে। মহিলারা বিনা সঙ্কোচে এখানে আসবেন এবং মামলা দায়ের করবেন। মামলার তদন্ত করতে যাবেন সেই মহিলা পুলিশরাই। এরকম ৪০ টি থানার তৈরি করার ঘোষণা ছিলো বিহার সরকারের। যার একটি ২৩ শে জানুয়ারি থেকে চালু হলো।

বিহারের প্রত্যেক পুলিশ থানার পাশাপাশি মহিলা পুলিশ থানা থাকবে। এজন্য বিহার সরকার বড় আকারের অর্থ বরাদ্দ রেখেছে। ইতিমধ্যে বিহার সরকার মহিলা থানা করার জন্য ২৫.৪৪ কোটি টাকা মঞ্জুর করেছে। এই টাকা দিয়ে ৬৪০ টি পদ সৃষ্টি করা হবে যার মধ্যে ২১ জন মহিলা পরিদর্শক, ১২১ জন মহিলা উপ পরিদর্শক, ১০১ জন সহকারী মহিলা উপ পরিদর্শক, ৮০ জন মহিলা হাবিলদার ও ৩২৪ জন মহিলা কনস্টেবল থাকবে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।