ব্লগে আসার বা থাকার কোন কারন খুজে পাই না,তবু পুরনো টানে বার বার আসি সামুতে ব্লগের সকল পাঠকদের কাছে অনুরোধ আপনাদের ভালো লাগা বই এর নাম আমাকে জানিয়ে আমাকে ভালো কিছু বই কিনতে সহায়তা করুন।
অনেকে বলতে পারেন কি রকম বই আমি পছন্দ করি!!
আসল কথা আমি সর্বভুক। তবে ত্রিলার টাইপ বই বেশি পছন্দ। সবচেয়ে বেশি পছন্দ ইতিহাস সমৃদ্ধ উপন্যাস গুলো। উদাহরন সরূপ 'দি কাইট রানার' বা 'প্রথম আলো' রকমের বই সম্ভব প্রিয়।
বিদেশী অনুবাদ বই,ভারতীয় কিছু লেখকের বই পড়ি বেশ।
দেশী রাইটারের ভিতরে জাফর স্যার বেশি প্রিয়। সব বই সভবত পড়া। দেশী কিছু ভালো বই,রাইটার যেই হক নাম দিলে ভালো হয়।
এখানে উল্লেখ্য,আমি বই সংগ্রহে রাখার থেকে বই পড়ার প্রতি মনোযোগ বেশি।
কম দামে রাস্তা থেকে ভালো বই খুজে পরি বেশিরভাগ ক্ষেত্রে। তাই ঢাকার নীলক্ষেত ছাড়া অন্য কোথাও কমদামে বইয়ের সংগ্রহশালা থাকলে জানাবেন।
আপনাকে অগ্রিম ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।