আমাদের কথা খুঁজে নিন

   

৫০০০ তম মন্তব্যের প্রাক্কালে

কাগু ক্যান স্টার্ট অ্যা ফায়ার ইউজিং জাস্ট টু আইস কিউবস

কিছু কিছু মানুষ বিশ আংগুল কপাল নিয়া জন্মায় । বেশিরভাগই দুই আংগুল কপাল নিয়া জন্মাইয়া আজীবন খাটে সেইটারে একটু চওড়া করার জন্য । এই যেমন আমাগো এমডি জাকারিয়া বাঈ । কম্পিউটার নিয়া জ্ঞানগর্ভ পোস্ট দিয়া ওয়াচে থাকা অবস্থাতেই সামুব্লগ এমনকি ফেইসবুকেও হিট । ঐদিন একজন লিংক পাঠাইলো বাঈয়ের, যে সামুতে একাউন্টও খোলে নাই ।

ব্লগে সব্বাই হিট হইতে চায় । মাগার হিট হওনটা এত সোজা না । খালি লেখা ভালু হৈলেও হয়না । ম্যালা সময় দেয়া লাগে । অনেকের প্রোফাইল দেইখা নিয়মিত টাসকি খাই ।

দুই একবছর সময়ের মধ্যে বিশ হাজারের উপরে কমেন্টই করছে । মনে মনে ভাবি এদের কি আর কোন কাজ নাই ? সারাদিন ব্লগেই থাকে । আবার উল্টাদিকে এগো ব্লগেও কমেন্ট পড়ে সেইরকম । একেকটা পোস্টে তিনহাজার হিট । পাঁচশ কমেন্ট ।

হিংসা লাগে । পারতপক্ষে আমি পোস্ট না পইড়া , বা যে বিষয়ে লেখা হৈছে সেইটা নিয়া কিছু বলার না থাকলে কমেন্ট করতে চাইনা । কিন্তু অবস্থা দেইখা মনে হৈতাছে , কমেন্ট করা বাড়ানি দরকার । দুই বছরে উপরে ব্লগিং কইরা দেখি নিজে কমেন্ট করছি মাত্র পাঁচ হাজার । হক মাওলা ।

তোমরা সকলে কমেন্ট নিয়া চিন্তা কর ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.