যাবতীয় বিষয়ে দিল্লী কিংবা নিদেন পক্ষে কোলকাতার দিকে ক্বিবলা ধরিলেও, একটি বিষয়ে বর্তমান ক্ষমতাসীন সরকারের বাহাদুরেরা চৈনিক দৃষ্টান্ত অনুসরণ করিতে পারেন। আরেকটু খোলাসা করিয়াই বলা যাক! ইদানিং ফেসবুক, ব্লগ এবং ইউটিউবে বাংগাল জাতির বিষম সময় ক্ষেপন হইতেছে। এ জাতি বরাবরই মুখরা, এবং সে অতিকথন রোগের সুফল কেবল মাত্র ফোন কোম্পানীগুলাই ভোগ করিয়া আসিতেছিল। এবম্বিধ ট্যাক্সো বিহীন কথামালা বাদবাকি সক্কলের, বিশেষতঃ সরকার বাহাদুরের সবিশেষ মনস্তাপের কারণ হইতেছে। যাবতীয় কার্যকলাপের আড়ালের গুহ্যকথা, উদ্দেশ্য, বিধেয়- যাহা বোধকরি স্বয়ং ইশ্বরও অবহিত নন (শয়তানের বরং গোচরীভূত থাকিতে পারে)- তাহা এ জাতির নেট জগতের কতিপয় অপোগন্ডেরা কান্ডজ্ঞানহীন দক্ষতায় জনসাধারণ্যে উপস্হাপন করিতেছে। ছাপার অক্ষরকে মোটামুটি সামাল দেয়া গেলেও, যাহা লিখিতে এবং ছাপিতে পয়সা কম লাগে, এবং "লাইক" এবং "শেয়ার" জাতীয় কিছু বায়বীয় জিনিসের বিনিময়ে কিঞ্চিত আত্নতুষ্টি লাভ হয়, তাহাকে কোনক্রমেই সামাল দেয়া বাহাদুর সরকারের পক্ষে সম্ভব হইতেছে না! তথ্যপ্রযুক্তি আইনের ন্যায় নিরীহ আইন প্রয়োগেও এই প্রদাহের যথাযথ এলাজ না হওয়ায়- কিঞ্চিত কিংকর্তব্যবিমুঢ় অবস্হা চলিতেছে রাজ্যপাটে... যাহা হউক, একদা সমাজতান্ত্রিক বর্তমানে পুঁজিবাদী চৈনিক সামন্তকুল কিন্তু কোন এক আশ্চর্য উপায়ে এ সকল স্ট্যাটাস, লাইক, শেয়ার আর ভিডিও শেয়ারিং সমূলে ঝাঁটাপেটা করে উৎখাত করিয়াছেন। এই অধম চৈনিক দেশে গিয়া কোনক্রমে রাত কাটিবার পরে অভ্যাসবশতঃ সে সব সাইটে ঢুকিতে গিয়া ধাক্কা খাইয়া জানিতে পারিয়াছে, সুবিশাল চৈনিক সীমারেখায় জুকারবার্গের কোন বেইল নাই! এমন কি ল্যারি পেইজ ও সার্গি ব্রিনের ট্যুব দিয়া ভিডিও আসাকেও চৈনিক কেতায় বাঁধ দেয়া হইয়াছে, কিভাবে তাহা অবশ্য আমার বোধগম্য নয়, কোন ধরণের ভার্চুয়াল চীনের প্রাচীরই হইবে... সুতরাং এতদ্বিষয়ে সরকার বাহাদুর যদি আপলোড গতি কমাইবার মত ওঁচা চানক্য বুদ্ধি পরিহার করিয়া চৈনিক টেকনোলোজি আমদানী করিয়া একটি ভার্চুয়াল বাংলা ওয়াল খাড়া করাইতে পারেন, তবে সক্কলের বড়ই সময়ের সাশ্রয় হয়, রাজপুরুষ ও রাজমাতাদেরও সবিশেষ আরাম বোধ হয়!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।