আমাদের কথা খুঁজে নিন

   

শেকড় খুঁজি

আমি শেকড় খুঁজি আর তোকে(আমাকে) মাটির গন্ধ দিই, তোকে পাঠাই এইসবকিছুর ঠিকানা হারিয়ে যাওয়া সব নীল খামে, আমি আকন্ঠ এক বেশ্যা,তাই বুঝি, খুঁজি ,কারণে, অকারণে বন্ধ্যা এই জীবনের মানে। খুঁজে বেড়াই সীমানা,যা আজ আমার এই পরিচয়, ভেংগে যাবেই জানি , একদিন সব প্রাচীরের মানে। ভাংবো আমি। ভাংগবে তুমি। ভাংগবে জীবন সব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।