আমাদের কথা খুঁজে নিন

   

ছড়া : বিন্দু-সিন্ধু

আমি অতি সাধারন,কিন্তু মনে হয় কিছু অসাধারণত্ব আমার মাঝে বিদ্যমান আছে। আমি সেটাকে বাস্তব রূপ দেয়ার চেষ্টায় এই প্রচেষ্টা। নিত্য শূন্য ভগ্ন হৃদয় তপ্ত উষর মরুময় আষ্টেপৃষ্ঠে জঞ্জাল সব তবু যে পথ চলতে হয় ! কণ্ঠ রুদ্ধ,দুর্গম পথ জীর্ণ তনু,শীর্ণ রথ বক্ষে শ্মশান,অক্ষে বালি পুচ্ছ নেড়ে চলরে বহুত। সত্যি তেজ,ভর্তি করে বিজয় মাল্য করে উপ্ত পিছুটান তুচ্ছ যে হায় অমানিশায় ছোঁ করো রপ্ত লাল নীলিমায় সুবহে সাদিক দ্বার কোলে আনছে তরী অশান্ত সব সাগরের ঢেউ আসছে অরুণ,কাটছে বারি। ভয় কি তরুণ,উঠরে দেখ হাসির আভা ওই গগনে ঘাপটি মেরে হেঁচকা টান আসবে ছুটে তোর পানে। নিত্য দুঃখের নিকষ রজনী পন্থে কেন রয় কররে সব হেলাফেলা খোদারে কর ভয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।