আমাদের কথা খুঁজে নিন

   

"অভিমান"

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। । এমন নির্ঘুম কষ্টের রাত কাটানোর কথা ছিল না কখনো, আমার ভাবনার সীমাবদ্ধতা আমি জানি, তাইতো ভাবনার বিপরীতে ভাবতে চাইনি কখনো । তোমার একটুখানি আকুলতা, অভিমানের একটুখানি শীতিলতা আমাকে আবারও জাগিয়ে তুলবে জানি ।

তাইতো আজ সকল অনুযোগ অভিযোগ নিজের মাঝেই সীমাবদ্ধ । অভিমান আমাকে আজ এতটা দরিদ্র করবে ভাবিনি, এতটা কষ্ট দেবে ভাবিনি । নিজে কষ্টে থেকে অনে্যর কষ্ট যদি উপলদ্ধি করা না যায়, তবে কাটুক আমার সকল রাত্রি নির্ঘুম কষ্টে কাটুক, এতে আমার কোন আপত্তি নেই । নিজে ভাল না থেকে যদি অন্যের ভাল না থাকা অনুভব করা না যায়, তবে একাকি কাটুক অন্ধকারে বিষন্ন আমার প্রতিটি রাত, আপত্তি নেই; আকাশের ফেকাসে চাঁদ বার বার উপহাস করুক আমায়, আপত্তি নেই । ভালবাসা আজ কাঁপিয়ে গেল দরুণভাবে ।

তুমি ভাল থেকো, অনেক ভাল । তোমার ভাল থাকা আমাকে বাঁচতে শিখায় । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।