আ মা র আ মি
একজন কবি
কবিতা লিখতে না পেরে
আত্মহত্যা করলো।
তাতে কবিতার কি?
দিনের শেষে
শব্দগুলো বড্ড ক্লান্ত হয়ে পড়ে।
ঘুম ঘুম চোখে
তাকিয়ে থাকে করুণ
আমার চোখে।
রাতের আঁধারে স্বপ্নেরা ডাকে,
অবাস্তবতার লোভে
হাতছানি দেয় নিদারুন।
কবিতারা তো ভালোই থাকে।
আমার চোখের সামনে
স্বপ্ন দেখে ঘুম ঘরে।
একজন কবি
মিলনের লোভে
যাবজ্জীবন নিলো ঐ ঘরে।
কবিতা যতই কবি ছাড়ুক,
তাতে কবির কি?
_____________________________________________
২৪, জুন, ২০০৫
ছবি: http://damaged.anime.net/archive/suicide.jpg
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।