হারিয়ে গেছি হারিয়ে গেছি হারিয়ে গেছি ওরে, হারিয়ে গেছি অন্ধরাতে শিশির ভেজা ভোরে । হারিয়ে গেছি ভোরের আলোয় আজকে সারা দিন, হারিয়ে গেছি রাতের কালোয় বাজছে সাপের বীণ। হারিয়ে গেছি রক্ত লালে হারিয়ে গেছি ভাই, হারিয়ে গেছি শূন্য মাঝে আর যে আমি নাই । জানিস তোকে আমি অনেক ভালবেসেছি,
বলতে পারিনি, তুই ফিরিয়ে দিবি বলে ।
ডায়রিতে পাতার পর পাতা তোকে নিয়ে লিখেছি,
রাখতে পারিনি, কেউ পড়ে ফেলবে বলে।
তোকে নিয়ে গান লিখেছি ,সুর করেছি,
গাইতে পারিনি, কেউ শুনে ফেলবে বলে ।
তোর জন্য তোর প্রিয় নীল রং এর একটা শাড়ি কিনেছি,
দিতে পারিনি, তুই রাগ করবি বলে ।
এ হৃদয়ে চাতক পাখির হাহাকার পুষে রেখেছি,
তোকে আপন করে পাইনি বলে ।
তোকে নিয়ে আমি একটা ছোট্ট স্বপ্ন দেখেছি,
তোকে বড় ভালবাসি বলে ।
তোর জন্য কাঁকন আর লাল টুকটুকে আলতা কিনেছি,
তোকে পরাতে যাইনি, তুই ছুড়ে ফেলবি বলে ।
আমি তোকে পেতে চেয়েছি ,
হারাতে চাইনি বলে ।
আর তুই কিনা চলে গেছিস দূর পাহাড়ের উপর আকাশের তারা হয়ে,
রাগ করেছিস এসব দিইনি বলে ? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।