.
অভিমান বুঝবে কি নিঃসঙ্গ আকাশ ?
তার মুখ চোখে আঁকা, বুকে হা- হুতাশ।
যত দিন পিছে ওড়ে , যাবে যত দিন
অনন্ত দেনার দায়, বিঁধে আছে ঋণ।
ছুটছে ঘড়ির কাটা, সন্ধ্যা আসে —
হেমন্ত রাতের চাঁদ তাকে ভালোবাসে।
জল-ঘূর্নি পানে টানি প্রমত্ত সকাল,
নত চোখে জল নোনা, স্মৃতির চাতাল।
স্বর্গ কি না প্রজাপতি মাছের স্বভাব
ভ্রমরের গুনগুনে ফুলের জবাবঃ
‘ জল ভেসে যায় জলের মাদুর, জলে ভেসে যায়
অকুল দোঁহার মিলন রঙের একা ডিঙ্গা নায়।’
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।