ঊষর মরুর ধূষর বুকে একটি যদি শহর গড় , একটি হৃদয় সুখী করা তাহার চাইতে অনেক বড় । এই আসোনা জানালা ঘিরে মিষ্টি মিষ্টি বাতাস । দুত্তুরি ছাই ! আনমনে তুমি বার বার করো হতাস ! কি বুঝনা, চোখের ভাষা অন্তরেরও ডাক এই ধরনা, হাত দুটি মোর বারছে অনুরাগ ! দোষ দিবেনা, এখন যদি দাত দিয়ে নখ কাটি , নিজের সাথে ভেনভেনিয়ে পুরা ঘরে হাটি !! ওই দেখনা ! মিট মিটিয়ে কেমন করে হাসে ! মন টা আমার চাইছে এখন একটা মারি ঠেসে । যা বেয়াদব, তোর সাথে মোর কোন কথা নাই , এই খবরদার হাত ধরবিনা তোর ,দোষের সীমা নাই । দে ছেড়ে দে চুলের বেণী বড্ড বেথা পাই , যোতই করিস ছল ছাতুরি আমি আর নাই। থাক পরে থাক একা হয়ে স্বরনালী সন্ধ্যায় , গেলাম আমি জগত মাঝে শূন্য করে তোমায় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।