অভিমান
আমার শরীরের যেসব জায়গায় প্রচন্ড ব্যাথা,
রক্ত জমাট বেধে যেখান টায় নীল হয়ে গেছে অনেক,
ঝিরি ঝিরি বাতাসের স্পর্শ পেতেও যারা ভয় পায় কাপুরুষের মত,
কেন জানি তাদের জন্য বড় মায়া হয় আমার ।
আমার দিকে তাদের তাকিয়া থাকা প্রচন্ড অভিমান নিয়ে ,
জল টলোমল করা চোখ গুলো স্বচ্ছ দীঘির জলের মত,
এরা শরীরেরই অংশ...আমার শরীরের মাঝে আরও অনেক শরীরের চোখ ।
এসব মিলেই আমার জন্য জমতে থাকে আমার অভিমান... নীল অভিমান ...।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।