আমাদের কথা খুঁজে নিন

   

ফিলিস্তিন

ফিলিস্তিন গোলাম কিবরিয়া পিনু ধ্বসে ধ্বসে যাবে–খসে খসে যাবে মানবতা! কার জন্য কার কাতরতা? আগ্রাসনের লেজটি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ধরছে পুরো ফিলিস্তিন, ড্রাগনটি নাচতে নাচতে আরও বৃহদাকার হয়ে যায় শরীরে আরও শক্তি পায়! সেইসাথে ড্রাম বাজিয়ে চলেছে কারা? তারা বলছে ‘শান্তি’! ‘শান্তি’! ‘শান্তি’! পরিষ্কার আকাশে বোমারু বিমানের কী গর্জন গ্রাম ও নগরে ট্যাঙ্কের উন্মাদ চলাফেরা, শুধুই হত্যার আনন্দে অর্গানে তোলে সুর –কোন্ সে অসুর? এরপরও সহনশীলতার মাত্রায় বরফস্তব্দতা নেমে আসবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।