তাশফী মাহমুদ বিশ্বসাহিত্য কেন্দ্রের স্কুল কর্মসূচী পুরস্কার বিতরনী অনুষ্ঠানে'এবার নিয়ে আমার ১০ বছর হলো, আগে অভিভাবক হিসাবে ছোটো বোনকে নিয়ে আসতাম ২০০৩-২০০৪-২০০৫ সালে ,আর স্বেচ্ছাসেবক / সংগঠক হিসাবে ২০০৬-২০১২ মোট ৭ বছর। আসলেই আমরা যারা এই অনুষ্ঠানে এভাবে টানা কাজ করছি তারা অনেক সৌভাগ্যবান, বিশ্বসাহিত্য কেন্দ্র আমাদের এতো বড় দায়িত্ত নিশ্চিন্ত মনে দিয়ে যাচ্ছে এবং আমরা সঠিক ভাবে করতে পারছি। এই দিনগুলোর কোন তুলনা হয় না। জীবনের প্রতিটা বাঁকে যে কোন দু:সময়, সব সময় এই দিনগুলোর নির্মল আনন্দের কোন তুলনা হয় না। সেই হাওয়াই মিঠাই, সেই নুডুলস আর কফি বিলানো...ফাঁক পেলে নিজের পেটে একটু পাচার করা...সন্ধ্যায় সেই মোমবাতি নিয়ে আনন্দলোকে গান এর সাথে মুখ মেলানো...এই সময়গুলোর কোন বিকল্প নাই... আশা করি যতদিন বেঁচে থাকবো ততদিন এই অনুষ্ঠানে কাজ করতে পারবো। বিশ্বসাহিত্য কেন্দ্রের সকল সংগঠক এবং স্বেচ্ছাসেবকদের অনেক অনেক ধন্যবাদ। আমরা সকলে মিলে খুব সুন্দর একটি অনুষ্ঠান করলাম। --------কুইজ---------------- বলেন তো দেখি এটা কে ???(নিজের ঢোল নিজে পেটানোর ব্যর্থ চেষ্টা আর কি !!!)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।