আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই।
"আলো আমার আলো" এই গানটি আমার খুবই প্রিয়, কারণ এই গানটি গত ছয় বছর ধরে একরাশ আলোর কাছে যাওয়ার সংকেত দিয়ে যাচ্ছে আমাকে। প্রতি শুক্রবারে সন্ধ্য ছয়টায়, দিনাজপুর মেডিকেল কলেজে যখন বিশ্বসাহিত্যকেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরীটি আসে, তখন সাথে সাথে বই আনতে চলে যাই। দুটি বই নিয়ে আসি, আর ঘন্টা খানেক অন্যান্য বই দেখি।
বই কিনে বই পড়া, এই নীতিতে বেশী বই পড়া সম্ভব নয়। তাই বইখোরদের জন্য ভ্রাম্যমাণ লাইব্রেরী একটি আর্শীবাদ।
বাংলাদেশের বিভিন্ন বয়সী পাঠকদের জন্য অনলাইনে বই পড়ার কর্মসূচি চালু করেছে বিশ্বসাহিত্য কেন্দ। অনলাইনে বিশ্ব
সাহিত্য কেন্দ্রের
বই পড়তে পারবেন
বিনামূল্যে। প্রথাগত বই পড়ার পাঠক তৈরি করার জন্য গত ৩৫ বছর
ধরে কাজ করে আসছে বিশ্বসাহিত্যকেন্দ্র।
‘আলোর পাঠশালা’ নামে অনলাইনে বই
পড়া কর্মসূচির
নতুন উদ্যোগ গ্রহণ
করেছে প্রতিষ্ঠানটি।
নতুন এই কর্মসূচির মাধ্যমে দেশবিদেশের পাঠকেরা আপাতত কেন্দ্রের নিজস্ব প্রকাশনার ৭২ টি বই ‘আলোর
পাঠশালা’ নামের ওয়েবসাইটটে গিয়ে পড়ার
সুযোগ পাবে। পাঠকেরা অনলাইনে রেজিস্ট্রেশনের
মাধ্যমে বিনামূল্যে বইগুলো পড়ত পারবেন এবং পাঠকেরা বইগুলো ডাউনলোড করতে পারবেন।
প্রতি চারটি বই পড়ার জন্য একজন পাঠক একটি বই পুরষ্কার হিসেবে পাবেন। মানুষের কাছে আলো পৌছে দেওয়ার কাজটি বিশ্বসাহিত্যকেন্দ্র যুগ যুগ ধরে চালিয়ে যাবে এই প্রত্যাশা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।