আমাদের কথা খুঁজে নিন

   

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ত্বকীর বাবা

বুধবার দুপুরে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের কার্যালয়ে দেখা করেন।
রাফিউর রাব্বী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ত্বকী হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন।
“হত্যাকাণ্ডে বিচার পাওয়ার ব্যাপারে ত্বকী মঞ্চের নেতাদের আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, অচিরেই এ ঘটনায় দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে”, যোগ করেন রফিউর রাব্বী।
ত্বকী হত্যার পর দুই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো স্বরাষ্ট্রমন্ত্রী এ আশ্বাস দিলেন। এ সময় সেখানে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের নেতারা উপস্থিত ছিলেন।


এর আগে গত ২১ এপ্রিল নারায়ণগঞ্জের একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, “খুনি যেই হোক, যে বংশেরই হোক, যে গোষ্ঠীরই হোক তাদের কাউকে ছাড় দেয়া হবে না। ”
গত ৬ মার্চ নিখোঁজের দুদিন পর নারায়ণগঞ্জের চারারগোপের শীতলক্ষ্যার একটি খাল থেকে মেধাবী ছাত্র ত্বকীর লাশ উদ্ধার করা হয়।
এ মামলার এজাহারে কোন আসামির নাম না থাকলেও ১৮ মার্চ ত্বকীর বাবা রফিউর রাব্বি পুলিশ সুপারের কাছে কয়েকজনের নামোল্লেখ করে একটি অবগতিপত্র দেন।
এরা হলেন- আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, অয়নের বন্ধু রিফাত ওসমান, যুবলীগের বহিষ্কৃত নেতা পারভেজ ওরফে ক্যাঙ্গারু পারভেজ,  জেলা ছাত্রলীগ সহ সভাপতি রাজীব দাস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও সালেহ রহমান সীমান্ত।
এদের মধ্যে শুধু রিফাত ওসমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.