সুন্দর আগামীর প্রত্যাশায়......
রাজধানীর ফার্মগেটে ইম্পিরিয়াল গেস্ট হাউসে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৩৯ জনকে গ্রেফতার করেছে র্যাব। এ ঘটনায় হোটেল ম্যানেজার স্বরাষ্ট্রমন্ত্রীর ভাই ইসরাইলকে আটকের পর ছেড়ে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ পাওয়া যায় স্বরাষ্ট্রমন্ত্রীর পিএ ও পুলিশের আইজি র্যাবকে ফোন করায় তাকে ছেড়ে দেয়া হয়। উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এই হোটেলের মালিক। এক সময় এ হোটেলের নিচতলায় তিনি বসবাস করতেন।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ১টার দিকে র্যাব-২ এর একটি দল ফার্মগেট ইম্পিরিয়াল গেস্ট হাউজে অভিযান চালায়। ওই সময় হোটেলের বিভিন্ন কক্ষে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৯ জন নারী ও ২০ জন পুরুষকে আটক করা হয়। এছাড়া, হোটেল ম্যানেজার ইসরাইলকেও আটক করে র্যাব। তবে, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর ভাই পরিচয় দেয়ায় তাকে ছেড়ে দেয়া হয় বলে অভিযোগ এসেছে। আটককৃত মহিলা-পুরুষদের তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে র্যাব-২ এর এএসপি সাফিউল সারোয়ার জানান, ইম্পিরিয়াল গেস্ট হাউজ থেকে যাদের আটক করা হয়েছে সবাই দেহ ব্যবসার সঙ্গে জড়িত। তবে হোটেল থেকে ইসরাইল নামে কাউকে গ্রেফতার করা হয়নি। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।