আমাদের কথা খুঁজে নিন

   

ক্রসফায়ার এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য



টিভির খবরে শুনলাম, "দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে না"। বক্তব্যটি স্বরাষ্ট্রমন্ত্রীর। তার কথা অনুযায়ী এতে মানবাধিকার ক্ষু্ন্ন হচ্ছে না । আসলেই কি তাই ? বিগত বিএনপি সরকারের আমল থেকেই ক্রসফায়ারের ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে যাতে নিরীহ মানুষের মৃত্যুর ঘটনাও ঘটেছে । আমার প্রশ্ন, এতে কি মানবাধিকার লঙ্ঘন হয়নি ? সবচেয়ে অবাক করা বিষয় স্বরাষ্ট্রমন্ত্রী একজন আইনজীবী হয়েও এ কথা বললেন।

আমরা প্রায়ই 'আইনের শাসন' কথাটা ঊচ্চারণ করি । কথা হল আইনের শাসন কি ? এর মানে কি এই না যে কেউ আইনের ঊর্ধ্বে না। যদি তাই হয় তবে ক্রসফায়ারে অবশ্যই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কারণ, আইন অনুযায়ী যেকোনো ব্যক্তির বিরুদ্ধে যদি মামলা বা অভিযোগ থাকে তবে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। অভিযোগ যদি প্রমাণিত হয় এবং অপরাধ যদি মৃত্যুদন্ডযোগ্য হয় তবেই তাকে শাস্তি হিসেবে হত্যা করা যাবে, অন্যকোনোভাবেই না। যখনি কোনো ক্রসফায়ারের ঘটনা ঘটে, আইনশৃঙ্খলারক্ষাকারীবাহিনীর বক্তব্য হয় এমন 'তাদের পাল্টা গুলি ছুরতে হয়েছে'।

তাদের দাবি সত্য কিনা তা যাচাই করা হয় না। যদি বলি আইনের শাসন তবে তাদের কথার সত্যতা যাচাই করা কি উচিত না ? কারণ পুলিশ র‍্যাব এরাও মানুষ এবং ব্যক্তিগত কারণে কাউকে হত্যা করা এদের মাধ্যমেও হতে পারে। এমনও কি হতে পারে না, সরকারী দল তাদের প্রতিপক্ষকে দমন করতে ভবিষ্যতে ক্রসফায়ারকে ব্যবহার করবে। অনেকেই হয়ত বলবেন, একজন সন্ত্রাসীকে হত্যা করলে দোষ কোথায় ? বিচার করতে গেলে তো সময় নষ্ট হবে । কিন্তু আদালতে গেলে আমরা সন্ত্রাসীর মুখের কথাও শুনতে পারবো।

হয়ত অজানা কোনো সত্যও আমরা জানতে পারবো। ইতোপূর্বে জঙ্গিদের বিচারের সময় সরকারের বেশ কিছু মন্ত্রীর নাম আমরা জানতে পেরেছি, যা এ কথার সত্যতার প্রতি ইঙ্গিত প্রদান করে। আমাদের বিচার ব্যবস্থা এমনিতেই যথেষ্ট সমস্যার মধ্যে রয়েছে। একে যেনো আর প্রশ্নবিদ্ধ করা না হয়। বিচারব্যবস্থাকে আরও কার্যকর করে অপরাধীদেরকে আইনের আওতায় আনা এখন কাম্য।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.