mojnu@ymail.com
নির্দেশের পরও কিছু ঘটে গেলে কী করার আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
[স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ‘অনেকে বলেন, ছাত্রলীগে শিবির ঢুকেছে। আমি জানিয়ে দিয়েছি, ছাত্রলীগের নাম করে যে যাই করুক না কেন, তাঁকে গ্রেপ্তার করুন। কেউ বলতে পারবে না, ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তার করলে আমি কোনো আপত্তি জানিয়েছি কিংবা ছাড় দিয়েছি। এমন নির্দেশের পরও কিছু ঘটে গেলে কী করার আছে? ঘটনাস্থলে পুলিশের আসতেও তো সময় লাগে। ’]
প্রথম আলো- Click This Link
মন্তব্য: আমাদের ভাগ্য ভালো যে এতো দিনেও এ দেশ টিকে আছে, অন্তত বঙ্গোপসাগরে পড়ে যায়নি।
দেশের আইনশৃঙ্খলার নিয়ন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রী যদি এ ধরনের কথা বলেন আর আমাদেরই বা কি করার আছে। আমি মাননীয় মন্ত্রীকে বলবো আপনারা ছাত্রলীগকে স্বীকার করেন আর নাই করে। তাদের কর্মকান্ড কিন্তু আপনাদেরকেই ডুবাবে। আর তাদেরকে বহিস্কার নাটক সাজিয়ে বাঙালীকে বোকা না বানিয়ে সত্যিকারের অ্যাকশনে যান। আর আপনি যে বলেছেন, পুলিশ আসতেওতো সময় লাগে এটা ডাহা মিথ্যা কথা! পুলিশ সামনে থাকলেওতো কোন অ্যাকশনে যায় না।
যাই হোক ছাত্রলীগে শিবির ঢুকুক আর সাপ ঢুকুক সেটা খোঁজার দায়িত্ব কিন্তু আপনাদের। ছাত্রলীগের নামে এসব কর্মকান্ডের দায় আপনারা এতো সহজভাবে এড়াতে পারেন না। যে ছাত্রদেরকে চার তলার ছাদ থেকে ফেলে মারাত্মক আহত করেছে তারাও তো কোন না কোন মায়ের সন্তান। এমন পরিস্থিতিতে সস্তা মন্তব্য ' নির্দেশের পরও কিছু ঘটে গেলে কী করার আছে' করা থেকে বিরত থাকার জন্য বিনীত অনুরোধ করছি। সেই সাথে দায়িত্ব পালনে অপারগতার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মনে করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।