© এই ব্লগের সকল পোষ্ট,ছবি,থিম প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কোথাও বিনা অনুমতিতে প্রকাশ করা নিষেধ । ভারতীয় দূতাবাস/হাইকমিশনের সামনে মানববন্ধনের প্রস্তাব তুলে একটি পোষ্ট দিয়েছিলাম । সেখানে সবার মতামতের ভিত্তিতে আমরা দিক নির্দেশনা পূর্ণ কিছু বিষয় তুলে ধরছি।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও ভারতীয় সরকারের স্বেচ্ছাচারিতা নিয়ে নতুন কিছু বলার নেই। টেলিভিশন,পত্রিকা,অনলাইনে এদের কার্যকলাপকে বন্ধু প্রতিম বলতে পারেন আমাদের দেশের গণ্ডার চামড়ার ঐ দুর্নীতিবাজ,ভাদাকার,লুটেরা মন্ত্রীরা।
কিংবা তারা এও বলতে পারেন তারা মোটেই চিন্তিত নন ভারতের ঐ আগ্রাসনের বিরুদ্ধে।
আমরা ব্লগার/সচেতন শ্রেণীর মানুষরা তো আর তাদের মত নই নিশ্চয়ই। আর তাই আমরা চাই আন্দোলন বা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্য একটা কর্মসূচী।
এখন একটা কর্মসূচী বাস্তবায়নের জন্য বেশ কিছু জিনিসে আমাদের নজর রাখতে হবে। প্রথমত এই কর্মসূচী হবে অহিংস এবং এটিকে কেউ যেন রাজনৈতিক কাজে না লাগাতে পারে।
এর জন্য সবাইকে নিঃস্বার্থ ভাবে এবং নিরলস ভাবে কাজ করতে হবে।
আমরা চাচ্ছি কর্মসূচীটা ফেব্রুয়ারি মাসে হোক। কারণ আমাদের সকল সংগ্রামের প্রেরণা এই ফেব্রুয়ারি মাস। আর তাই আমরা বেছে নিতে চাই এই মাসকেই। এখন আমরা ঠিক করবো সময়।
সময়টা ব্যাপারে সবার মতামত চাচ্ছি। কারণ সময়টা সবার সুবিধামত না হলে অনেকেই অংশগ্রহণ করতে পারবে না। তাই সময় নির্ধারণ গুরুত্বপূর্ণ। আমরা চাচ্ছি কর্মসূচি কোন এক শনিবারে হোক। এইখানে যেহেতু আলোচনার অবকাশ আছে তাই সবায় কে এ ব্যাপারে মতামত দেওয়ার অনুরোধ জানাচ্ছি।
আরও কিছু বিষয় নিয়ে বলছি এখন।
আমাদের কর্মসূচীতে বাধা দিতে পারে পুলিশ/ছাত্রলীগ বা সরকারের যেকোনো কেউ। মনে রাখা জরুরী এটা কোন সরকার বিরোধী কর্মসূচী না। তাই আমাদের অহিংস মনোভাব সবসময় পোষণ করতে হবে। কোন ভয়ভীতিতে পিছিয়ে পড়লে চলবে না।
এখন এই কর্মসূচী বাস্তবায়নে আমাদের একটা টিম গঠন করতে হবে। কারণ আমরা চাচ্ছি এই কর্মসূচীর বার্তা যেন আমাদের সরকার,ভারতীয় মিডিয়া,সরকার ও আন্তর্জাতিক অঙ্গনে প্রকাশ পাক। আর তাই একটা কার্যকারী টিম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যে আমরা পাঁচ জনের টিমের কথা ভাবছি যাদের কাজ হবে সব কিছুতে সমন্বয় করা। তাঁদের কাজ সম্পর্কে বলছি:
*এরা বিভিন্ন দেশী ও আন্তর্জাতিক মিডিয়ায় আমাদের বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবে বাংলা ও ইংরেজি উভয় ভাষায়।
*পাবলিক রিলেশন মেনটেইন করবে। যারাই এই আন্দোলন বা কর্মসূচীতে অংশ নিতে চায় তাঁদের তথ্য ও উপাত্ত দিয়ে সহায়তা করবে।
*আমাদের কর্মসূচীতে সাধারণ মানুষের সম্পৃক্তা বাড়াতে প্রচার করবে।
*পোষ্টার/ব্যানার/লিফলেটের আইডিয়া ও লেখনী লেখায় সহায়তা করবে।
আপাতত এতটুকুই কর্মপরিধি ঠিক করেছি আমরা।
এখন যারা স্বেচ্ছায় কাজ করতে চান তারা অবশ্যই তাদের মতামত দিবেন।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই কর্মসূচী বাস্তবায়নে আমাদের নাম মাত্র কিছু অর্থের প্রয়োজন পড়বে। আমরা জানি না সেই অর্থের পরিমাণ কত। তাই এই অর্থ কিভাবে যোগান দেওয়া যায়,কিভাবে সংরক্ষণ করা যায় আর তার পরিপূর্ণ ব্যবহার কিভাবে করা যায় এ নিয়ে আশা করি সবায় মত দিবেন।
এখন কর্মসূচীর স্থান নির্ধারণের বিষয়। আমরা চাচ্ছি ভারতীয় দূতাবাসের সামনে এই অবস্থান কর্মসূচী দিতে। সেখানে সম্ভব না হলে হাইকমিশনের সামনে। সকলের মতামতের ভিত্তিতে সম্ভাব্যতা যাচাই করেই আমরা কর্মসূচি ফাইনালাইজ করবো।
কর্মসূচীর বিষয়ের মধ্যে থাকবে মানব বন্ধন,পোষ্টার/প্ল্যাকার্ডে প্রতিবাদী বার্তা বাংলা ও ইংরেজিতে লেখা,ভারতীয় পতাকা অশ্রদ্ধা প্রদর্শন/পড়ানো,ভারতীয় সীমান্ত বাহিনীর অত্যাচার প্রতীকী চিত্র তুলে ধরা।
আমরা যেসব বিষয় তুলে ধরব কর্মসূচীতে,সেগুলোর মধ্যে থাকবে,পণ্য বর্জন সম্পর্কে ধারণা দেওয়া,সীমান্ত সন্ত্রাস,টিপাইমুখী বাধ,ভারতীয় চ্যানেল,সিনেমা প্রদর্শনের বিরুদ্ধে জনসচেতনতা সহ আরও সমসাময়িক বিষয়াদি।
আমাদের একটা ফেসবুক প্যাঁজ আছে “আমরা ব্লাগার্স” শিরোনামে। সকলকে অনুরোধ এখানে জয়েন করে নিজেদের মতামত দেওয়ার জন্য,যাতে করে কর্মসূচী সফল হয়। এবং সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য।
**********এতক্ষণ যাই বললাম/লিখলাম তা আমার ব্যক্তিগত চিন্তা থেকে।
“আমরা” বলতে এখানে সকলকে বুঝিয়েছি,কারণ আমার ধারণা এ রকম একটা প্রতিবাদের কথা সবায়ই ভাবছে তাই। আমি একা পুশকিন এটা কখনোই পারবো না সফল করতে,আপনাদের সকলকে প্রয়োজন এই কর্মসূচিকে সফল করার জন্য। অনুগ্রহ করে সবাই উপরোক্ত সংলিষ্ট বিষয় নিয়ে মন্তব্য করতে এবং আরও আইডিয়া থাকলে তা শেয়ার করতে এবং এই বার্তা আপনার বন্ধু,কলিগ,ফেসবুক,টুইটার,ব্লগে শেয়ার করা জন্য।
আমার সাথে যোগাযোগে মেইল করতে পারেন
*************************************
ইন্ডিয়ান দূতাবাস/হাইকমিশনে মানব বন্ধনের আয়োজন করতে চাচ্ছি। এটা একটা প্রতিকী কর্মসূচী।
এটার জন্য অনেকটা সময় দরকার। আমাদের সবার একত্রিত হওয়া দরকার ভারতের এই আগ্রাসী আগ্রাসনের বিরুদ্ধে। ব্লগকে আমরা সামাজিক আন্দলনের রূপ দিই দলমতের ভেদাভেদ ভুলে।
এই পোষ্টে শুধু মতামত দিন। কখন, কিভাবে এই কর্মসূচী করা যায় এই নিয়ে।
আলোচনা হোক,একটা ফলাফলের ভিত্তিতে আমরা কাজ শুরু করবো।
প্লিজ দেশের জন্য আমরা সাধারণরা একটু এগিয়ে আসি । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।