ইন্ডিয়ান হ্যাকাররা এখন সাইবার যুদ্ধে না পেরে এখন আমাদের মাঝে ঝামেলা সৃষ্টি করতে আমাদের হ্যাকার গ্রুপের নাম দিয়ে আমাদের দেশের সাইট হ্যাক করতেছে। ওই বেজন্মা ইন্ডিয়ান হ্যাকাররা বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকারদের নামে আমাদের সরকারি সাইট হ্যাক করে,দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না।
Click This Link
সীমান্তে হত্যার বিরুদ্ধে আমরা সাইবার লড়াই চালিয়ে যাচ্ছি,নিঃসন্দেহে ভাল একটা পদক্ষেপ। আমাদের সরকার যেখানে ইন্ডিয়ার দালালি করে যাচ্ছে সেখানে এভাবে একটা উপায়ই ছিল বিশ্বকে জানান দেয়ার। এখানে আমি এটার পজিটিভ বা নেগেটিভ ব্যাপার গুলো নিয়ে বলব না,এটা নিয়ে বলার মত বহ পাব্লিক আছে।
তবে কিছু ব্যাপার নিয়ে আমার কিছু দ্বিধা আছে। মতামত গুলো আমার নিতান্তই ব্যক্তিগত। সবার কাছে গঠন মুলক আলোচনা আশা করছি।
১। সাইবার ওয়র এর জন্য আমরা সর্ব সাধারনের কাছে কিছু হ্যাকিং টুলস শেয়ার করছি যাতে সবাই অংশগ্রহন করতে পারে।
কিন্তু একটা ব্যাপার মনে রাখা দরকার যুদ্ধ যখন শেষ হবে তখনও কিন্তু টুলস গুলো মানুসের হাতে থেকে যাবে,যে এতদিন কিছুই জানত না সেও টুলস গুলো দিয়ে হ্যাকিং এর চেস্টা করবে এবং সেটা যে আমাদের নিজেদের মানে বাংলাদেশি সাইট হবে না সেটা কে বলবে? কোন কিছু হলেই দেখা যাবে সাইট হ্যাক করে দেবে। একটা কথা ভেবে দরকার আমাদের বেশির ভাগ সাইট ই অল্প খরছে করা,এবং সেই সব সাইটের মালিক রা আইটি সম্পরকে তেমন কিছু জানেনা,সাইটের সিকিউরিটি ভাল করতে হলে অবশ্যই ভাল খরচ করতে হবে। তাই এ বিষয় টি সংশ্লিষ্ট ব্যক্তিদের মনে রাখা দরকার যে সবাই সেটা ভাল কাজে ইউজ করবে নাও করতে পারে। তাই সাইট কিভাবে এইসব এটাক থেকে বাচা যায় সেটাও বিস্তারিত ভাবে আমাদের জানাবেন। এই ব্যাপার টা আমি লক্ষ করলাম ভার্সিটি গিয়ে,দেখি কিছু পোলাপান নিজেদের জাহির করতে ভার্সিটির ওয়েব হ্যাক করার চেস্টা করছে।
মেজাজ যা খারাপ হল বলার মত না। মনে হল আমরাই ফ্রাকেস্টাইন তৈরী করছি
২। আমাদের ৩টা হ্যাকিং গ্রুপ বাংলাদেশ সাইবার আর্মি,এক্সপায়ার সাইবার আর্মি,আর বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার। বাংলাদেশ সাইবার আর্মি নিয়ে কিছু বলার অবকাশ নেই,ওরা বাংলাদেশ এর স্বার্থে সর্বদা কাজ করে যাচ্ছে,এদের দ্বারা বাংলাদেশ এর সাইবার স্পেস সর্বদা উপকৃত হচ্ছে,কিন্তু এক্সপায়ার সাইবার আর্মি নিয়ে যথেষ্ট ভাবার কারন আছে,ওরা কিছুদিন আগে বেশ কিছু বাংলাদেশী সাইট হ্যাক করে এদের মধ্যে সরকারি সাইট ও আছে। ওরা ওই সাইট এর ডাটাবেস সহ ডিলেট করে দেয়।
এই গ্রুপ টার সাথে বাংলাদেশ সাইবার আর্মির মধ্যে নৈতিকতার ব্যাপার নিয়ে বেস কিছু দিন শিতল যুদ্ধ চলে,আশা করি সেটা কার অজানা নয়। আমাদের ভাগ্য ভাল দেশের স্বারথে ওরা এক হতে পারছে। কিন্তু তারা সব সময় এক থাকবে কিনা নাকি নিজেদের মধ্যেও সাইবার ওয়ার ঘোষনা করবে না এই প্রশ্ন থেকে যায়। তাছাড়া তাদের দ্বারা প্রশিক্ষিত হয়ে নতুন হ্যাকার রা নিজেদের কে জাহির করতে দেশের ওয়েব সাইট গুলা হ্যাক করা স্টার্ট করবে না এই নিশ্চয়তা কে দিবে?
সর্বোপরি মুল কথা হল সব ভাল কাজের মধ্যে কিছুটা খারাপ ব্যাপার থেকে যায়,এ খারাপ দিক গুলো যদি আমরা সঠিক ভাবে নিয়ন্ত্রন করা যায় তাহলে আমরা অল্প দিনের মধ্যে সাইবার ওয়াল্ডে ভাল একটা অবস্থানে যেতে পারব যা আমাদের দেশ কে ভাল একটা অবস্থানে নিয়ে যেতে সাহায্য করবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।