সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে.. আজ ২১ ডিসেম্বর ২০১২ শনিবার আমারব্লগ ডটকম, হোপ ফর অল, অথেন্টিক ফাউন্ডেশন,মাসিক মুকুল (দুবাই) ও বাংলাদেশী সিস্টেমস চেঞ্জ এ্যাডভোকেসি নেটওয়ার্ক (বি-স্ক্যান) এর যৌথ উদ্যোগে কুড়িগ্রামের চিলমারি উপজেলার থানা হাট ইউনিয়নের মৌজা থানা গ্রামে শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমারব্লগ ডট কম এর বাংলাদেশী প্রতিনিধি ও ব্লগার মাহমুদুল হাসান রুবেল, মার্শাল রিচার্ড এবং আসাদ-উস-সাকি; অথেনটিক ফাউন্ডেশনের ট্রাস্টি সদস্য রওশন আক্তার শিখা, রফিকুল ইসলাম রাহাত এবং কহিনূর আক্তার; হোপ ফর অল এর ট্রাস্টি সদস্য রিয়াজুল ইসলাম, উজ্জ্বল চৌধুরী এবং ডা ঃ ফারহানা আফরিন; বি-স্ক্যান এর অর্থ সচিব অরণ্য আনাম। শীতবস্ত্র বিতরণে স্থানীয় বাসিন্দা মো. গোলাম সরওয়ার (সহকারী নির্বাহী পরিচালক, এইচ.ডি.ও, ধামরাই, ঢাকা) বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। এছাড়া মোঃ সাদাকাত হোসেন সাজু, যুবদল সভাপতি, চিলমারি থানা; আবুল কালাম আজাদ, জাতীয় শ্রমীক লীগ সাধারণ সম্পাদক এবং মুখলেসুর রহমান মুকুল, ইউপি সদস্য, থানা হাট ইউনিয়ন শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গত বেশ কিছু বছর ধরে এই সংগঠন গুলো একত্রিত হয়ে দেশের বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে দরিদ্রদের শীত নিবারণের সুযোগ করে দিয়ে আসছে। এই গত ডিসেম্বর মাসে মৌলভীবাজারে হাকালুকি হ্ওাড় তীরবর্তী এলাক্ওা শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।