আমাদের কথা খুঁজে নিন

   

শাড়ির ভেতর তোমার রূপ

পলাশ আমি ভুলে গিয়েছিলাম-; মেকাপবিহীন তোমার মুখ সুগন্ধীবিযুক্ত তোমার শরীর নেইলপলিস ছাড়া সিংহী নখ ফ্যাশেনেবল কার্টহীনা চুল; ভুলে গিয়েছিলাম- শাড়ির ভেতর তোমার রূপ শাখা-প্রশাখাযুক্ত লাল পায়ের পাতা নিমীলিত নির্লিপ্ত চোখে তোমার চেয়ে থাকা আজ সেটা অনেক আগেকার কথা। এখন দেখছি তোমার অভিমানী অস্থিরতা, বাসনা যেন ফের আগের দিন ফিরে পাওয়া; সুযোগ খুঁজলেই বারংবার পাবে সেটা, প্রতিবারে তোমারই অংশ থেকে শেখা, ক্ষমার অযোগ্যতায় যোগ্য করে নেওয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।