আমাদের কথা খুঁজে নিন

   

শাড়ির আঁচল

দুঃখ সুখ, অহম খেলা খেলছে মানুষ, যখন তখন, বাঊন্ডুলে, ভাবনা গুলোয় বিভোর আমার, আপন ভুবন।

আপন খেলায়, মত্ত মাতাল সপ্ন ছড়াও, দু:খ বিলাও, যায় আসেনা, কিছুই তোমার ইচ্ছে ঘুড়ি, উড়িয়ে বেড়াও। ক্ষনো জন্মা, এই তোমার দুই নয়নে, সুখ ত্র“ন্দন, ঠোঁটের ভাষা, বাড়িয়ে দেয় এই আমারি, হৃদ স্পন্দন। মত্ত হাওয়া, বাইরে ভিষন ছুঁয়ে যাবে, তোমার কপল, ভয় পেয়োনা, আমি আছি করতে পারো, আজ কোলাহল। শিউলি ফুলের, সুবাস মেখে উড়িয়ে যাও, শাড়ির আঁচল দৃপ্ত হাতে, কল্প-নাতে ছোঁয়ে দিব, চোখের কাজল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।