বলি বলি করে মোর, বলা হোল না...হৃদয়ের দরজাটা খোলা হলনা অব্যক্ত,অপ্রাসঙ্গিক সে ভালবাসা বুক জঠরে আটকে থাকে নিঃশব্দে,নিভৃতে থেকে যায় চোখের অগোচরে চোখে চোখে কথা হওয়া মনে মনে আদান প্রদান শুরু হয় নতুন অধ্যায় ভেসে যাওয়া ভালবাসার সাগরে মনের চাওয়া-পাওয়া সুখের একটু ছোঁয়া আষ্টেপৃষ্ঠে বাঁধা দুজনে স্বর্গসুখের পূর্ণ শিখরে দুর্বিষহ জ্বালা মনমালিন্য যাতনা দুই মেরুতে দুজন একা যেন দুই তেপান্তরে হঠাৎ ভাললাগা,ভালবাসা দুটিমন এক হওয়া মিশে এক চাওয়া-পাওয়া সুখ দেয়া,সুখ নেয়া ছিটকে সরে যাওয়া এককথায় এটাই হল সাতরঙা ভালবাসা আর শুরু থেকে উপসংহার।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।