আমাদের কথা খুঁজে নিন

   

জোনাকির পাগলামি (১২)

জোনাকি জ্বলা রাতে মন যেতে চাই তারা ছুতে তুমি কি যাবে আমার সাথে আবার নতুন করে স্বপ্ন দেখতে যেখানে আকাশ বর্নহীন হয়ে থমকে গেছে মহাকাল উত্তপ্ত সুর্য হারিয়েছে তার নিজ আহংকার তুমি আমি সবাই যেখানে ছায়ার পথিক বদ্ধ থাকা নিঃস্বাস যেখানে নামহীন বেওারিশ মৃত্যু পথ যাত্রি আমি সপ্নের কারাগারে প্রিয় মুখ আর পিছু ডাকে না আমায় হাহাকারে ফুরিয়েছে আলো আমার ভুবন জুড়ে ফুরিয়েছে পথের দিশা এখানে পাখির ডানা্তে নিকোষ কালো আধারে স্মৃতি মাকড়োসার জালে জমে না পাওয়ার বেদনা পুড়িয়েছে আপন স্বত্বাকে সুখের দুখ গুলো জড়িয়ে ছিলো প্রেম হয়ে করো খবরে ফিরবো না আর সপ্নের মায়ালোকে হারিয়ে যাবো পথের মাঝে অদৃশ্য ভুবনে, আসবো না আর প্রিয় তোমার ডাকে উড়ে মৃত্যু পথ যাত্রি আমি সপ্নের কারাগারে প্রিয় মুখ আর পিছু ডাকে না আমায় হাহাকারে ফুরিয়েছে আলো আমার ভুবনে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।