আমাদের কথা খুঁজে নিন

   

জোনাকির আগুন

চিত্রদীপ জ্বেলে রেখো ময়ূখ পিদিম; রাত্রি-কথায় বেঁধে নেবো ভোরের খোঁপা। হঠাৎ করেই বুঝতে পারলাম বৃদ্ধা নারীটি আমার প্রেমে পড়েছে। যদিও সে বলে - " এটা প্রেম নয় । বলতে পারো বিশেষ কারো জন্য এক ধরনের বিশেষ এক অমূল্য অনুভূতি "। ঠিক আছে ধরে নিলাম ঐ বৃদ্ধার আমার প্রতি এক অমূল্য অনুভূতির জন্ম নিয়েছে ।

যদিও নারীটি মুখে কখনো এ ব্যাপারে কোনো স্বীকারোক্তি সরাসরি দেয় নি ; না কোনো চিঠি লিখে কিংবা তার কোনো লেখনীতে। লেখনী বললাম এজন্য যে , এক সময় সে লেখালেখিও করত। সে যাই হোক, ইদানীং তার গলার ভারী স্বরে মনে হচ্ছিল , সে ভালো সময় কাটাচ্ছে না। আসলে কিছু কিছু অনুভূতি থাকে যা স্পষ্ট করে বলার প্রয়োজন পড়ে না সবসময়। বলা যায় সেই বৃদ্ধা নারীটির ম্লান, কাঁপা কাঁপা কণ্ঠস্বরে আমি বেশ কিছুদিন ধরেই একটা উত্তুরে হাওয়ার গন্ধ পাচ্ছিলাম, যা আমাকে ক্রমশ ভীত করে তুলছিল।

তার সাথে কোন তারিখে প্রথম বা কোন প্রেক্ষিতে পরিচয় হয়েছিল বা কি কথাবার্তার রেশ ধরে কাছাকাছি এসেছিলাম এই মুহূর্তে সেটা মনে করাটা খুব জরুরি নয় । তবে আমি বরাবরই একঘেয়েমিতে ভুগতাম। তার আগমনে আমি বিশেষ কৃতজ্ঞতা অনুভব করছিলাম তার প্রতি ভেতরে ভেতরে যা প্রকাশ পেত আমার নিঃস্পৃহতার খোলসে। আর আমার এই নিঃস্পৃহতার ভাবটিই তাকে আন্দোলিত করেছিল। সে উজ্জীবিত হতো আমাকে সজীব করতে প্রতিনিয়ত।

তার সাথে আমার পরিচয়টা ঠিক সে সময়ে , যখন আমি স্বপ্ন দেখতে চেষ্টা করছিলাম অবাস্তব জলে ভ্রাম্যমাণ কোনো পানসিতে। যখন আমি ডায়েরির পাতায় লিখে রাখতাম আমার বিচ্ছিন্ন অনুভবগুলো, যেখানে আঁকা হতো একটা রোদ পাখির উড়ে চলার দৃশ্য কিংবা ক্ষণস্থায়ী এপার ওপার জল-ফোয়ারা যেখানে হয়ত জেগে উঠতে পারত কোনো মায়াবী দ্বীপ। নারীর আদলে। যার চোখের নরম পাতায় আঁকা আছে গভীর নিঃস্পৃহতা যেন রহস্য বাঁক , বিভ্রম মোহ। প্রত্যেক সন্ধ্যায় আমি গোধূলিরাঙা হাহাকার নিয়ে উদাসীন বটপত্রে নিজেকে ভাসিয়ে দিতাম ।

নির্জন করোটিতে যেখানে লেগে থাকতো বিস্মৃতির ছোপ ছোপ নীলাভ্র পরাগ। আমার বুকের ফাঁপা অংশটায় ধীরে ঢুকে যেত ছাই চাপা আলো, পাথরের রেখাঙ্কিত মুখ। মোমের মতো বিষণ্ণ কিছু জোনাকি যেন ঝিকিমিকি জ্যোৎস্নার ফুল হয়ে উড়ে যেত তখন । হয়ত আমার ভাবনার সব অসত্য নয়। গাঢ় মেঘে নুয়ে পড়া কেয়ার গন্ধ আষ্টেপৃষ্ঠে নিয়ে জড়িয়ে কেটে যেত সকালের শুরুটা কিংবা সন্ধ্যা নামার পর ।

তখন তীব্র ভাবে বুঝতাম দাবানলও কোমল হয়ে জ্বলতে পারে সুরের পাঁজরে । সে যাই হোক , আমি তার কাছ থেকে প্রায়শই লোভনীয় প্রস্তাব পেতাম। মাস্টার্সের ক্লাস সাসপেন্ড হবার পর যখন আসন্ন পরীক্ষার প্রস্তুতিতে রাত জেগে পড়াশুনা করে ভোরের দিকে একজোড়া ঢুলু ঢুলু চোখ নিয়ে বিছানায় শুয়ে মিশে যেতে চাইতাম ঘুমের অতল রাজ্যে, পরীদের সাথে স্বপ্নে ঘুরে ঘুরে বেড়াতাম, বাইরে ততক্ষণে ধবধবে আলোর ফোয়ারায় উজ্জ্বল হয়ে উঠত রাতের আঁধার কেটে। তখনই মোবাইলের ভাইব্রেশনে পর্দা ঘেরা আমার আলো- আঁধারি সমাহিত রুমে কোনোমতে চোখ খুলে দেখতাম সেই নারীটির মেসেজ - “ আজ সারাদিন বইয়ের দোকানে দোকানে ঘুরব। লিস্ট করব কোন কোন বই কেনা যায়।

বাবু, তুমি কি যেতে চাও আমার সাথে ?” নারীটি আমাকে আদর করে ‘বাবু’ বলে ডাকতো আর আমি সে ডাকে স্বস্তির পাশাপাশি বলা যায় কিছুটা অভ্যস্তও হয়ে গিয়েছিলাম। কেননা বাবুদের সবকিছুতেই ছাড়! বিশেষ বিশেষ অবস্থায় তাদের সাতখুনও মাফ হয়ে যায় শুনেছি! তাই একটা স্পেশাল নাম পেয়ে আমি খুশী হলেও সেটা প্রকাশ না করে বরং তাকে বলতাম “ আমাকে বাবু বলবা না । ” যে কথা বলছিলাম, তার মেসেজ পেয়ে আলসেমী আর চোখে গতরাতের অসমাপ্ত একরাশ ঘুম নিয়ে ধুঁকতে ধুঁকতে বিছানা ছাড়তাম বাইরের আলো- হাওয়ায় লম্বা করে বুক ভরে শ্বাস নেবো বলে। যদিও বৃদ্ধা নারীটি ভেবে নিত শুধুমাত্র তার জন্যই আমি আমার সব কাজ ফেলে বের হচ্ছি তাকে সাথে নিয়ে। কিন্তু তাকে বলা হতো না ঘুম ভেঙে সেই একঘেয়ে পাউরুটি, ডিম কখনোবা মধুর ক্যান্টিনের ভুনা খিচুড়ি, সমুচা – সবই আমার কাছে প্লাস্টিক মনে হতো, আমার রুমমেটদের বোরিং কথাবার্তা আর রঙিন সিনেমার ভিড়ে হারিয়ে যেত আমার প্রাণের সঞ্জীবের সুর।

তাই হয়ত আমিও গেয়ে উঠতাম গুণ গুনিয়ে “ এই মরে মরে বেঁচে থাকা আমার ভালো লাগে না । ” আমি বেরিয়ে পড়ি সেই নারীটির সাথে। সারাদিন এদিক সেদিক হাঁটি তার পছন্দের বই কিনতে। ঘুরে ঘুরে বই কিনি। তারপর আমরা ক্লান্ত হই।

কার্জন হলের বাউন্ডারি জুড়ে যে শিরীষ গাছ তার ছায়ায় বসি দেয়ালে হেলান দিয়ে। এক সাথে পড়তে শুরু করি সদ্য কেনা বইগুলো থেকে সন্দীপনের একটা বই টেনে নিয়ে। বইয়ের পাতায় চোখ বুলাতে বুলাতে আমার সকালের অসমাপ্ত ঘুম ফিরে এলে আমি হাই তুলতে থাকলে নারীটি দু’কাপ চা নিয়ে আসে আমাদের জন্য। আমি একটা কাপ সরিয়ে রেখে কী বুঝে আমি যেন তাকে বলে ফেলি “ তোমার কাপ থেকে আমার জন্য দু’চুমুক চা রেখ । ” আমার কথা শুনে সে তার ঝকঝকে ফ্রেমের চশমার ভেতর দিকে তাকিয়ে থাকে।

আর আমি আমার দৃষ্টি নিবদ্ধ করি গল্পের বইয়ের পাতায়। যদিও আমি পুরোপুরি মনোযোগ দিতে পারছিলাম না বইতে কেননা আমরা বেশ কাছাকাছি বসেছিলাম। আমি তার গায়ের নিজস্ব গন্ধ পাচ্ছিলাম তীব্রভাবে। সেই একদিনই পেয়েছিলাম সে গন্ধ যা আমার মাথায় বিঁধে গিয়েছিল। মাঝে মাঝে তার উদ্দেশ্যবিহীন দূরপাল্লা ভ্রমণের যাত্রা – সঙ্গী হতাম আমি।

যদিও নারীটি তার উদ্দেশ্য সম্পর্কে সচেতন ছিল এবং প্রবলভাবে বিরোধিতা করে জানাত এভাবে বাসে করে মুন্সিগঞ্জ, কুমিল্লা, সাভার কিংবা বিভিন্ন জায়গায় সে এমনি এমনিই যায় না । তাহলে কেন যাও ? গল্প খুঁজতে যাই , বাবু ! সে আর আমি যে তুখোড় আড্ডায় মেতে থাকতাম দেখা হলে তা নয়। আমি বেশীরভাগ সময়েই ব্যস্ত থাকতাম মোবাইলে ফেসবুকে। যেদিন রাতে আমি আর সে ফুলার রোডে রিকশায় ঘুরছিলাম, হঠাৎ করেই চোখে পড়ল তার ডান হাতের পাথরের চুড়িটি অন্ধকারে ক্ষয়িষ্ণু চাঁদের আলোতেও ভীষণ চমকাচ্ছে। আমি চুড়িটি স্পর্শ করলে সে তার হাতের মুঠোয় আমাকে বন্দী করে।

আমার সে সময় মনে পড়ে যায় আরও বছর খানেক আগের এক সন্ধ্যার কথা। এরকম করেই কেউ একজন শুধু আমার হাতই নয় , আমার ঠোঁটও গ্রাস করেছিল। আমি যথেষ্ট বিরক্ত হয়েছিলাম সেদিন। এ কথা বৃদ্ধাকে জানাতেই তার হাতের বাঁধন কিছুটা নমনীয় হলে সেখান থেকে এক খণ্ড ভারী মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ে। বলি, “ তোমার চুড়িটা খুব সুন্দর !” সে একটু হাসে এ কথা শুনে ।

অতি সুসম্পর্কের মাঝেও কখনও কখনও ক্লান্তি ভর করতে পারে। এজন্যই আমি সেই আবেগপ্রবণ বৃদ্ধা নারীটিকে সাবধান করতে একদিন বললাম – “ ভাল্লাগে না কিছু আমার !” আমার এ কথা শুনে সে অপেক্ষা করতে থাকে আমার পরবর্তী ভাষ্য শোনার জন্য। হেমন্তের সেই প্রশান্ত বিকেলে আমরা হাঁটছিলাম পাশাপাশি। প্রসঙ্গত বলে রাখি আমরা প্রচুর হাঁটতাম। আরও স্পষ্ট ভাবে বললে বলা যায় , সেই নারীর কারণে আমাকে অনেক হাঁটতে হতো।

তাই প্রিয় নগরীর বেশ কিছু রাস্তা ছিল আমাদের অনেক আপন, পরিচিত এবং সেই সাথে জমছিল টুকরো টুকরো অনেক স্মৃতি। সেই বিকেলে তার চোখ রাস্তার দু’পাশে সমানভাবেই নজর রাখছিল কোথাও চায়ের দোকান দেখা যায় নাকি এই ভেবে। তার ছিল নিদারুণ চায়ের নেশা , সে নেশা আমাকেও আক্রান্ত করেছিল পরবর্তীতে। “ তুমি জানো আমার যে হারিয়ে যাবার রোগ আছে ?” চায়ের দোকান খোঁজা বাদ দিয়ে এ কথা শুনে নারীটি আমার দিকে কৌতূহলী হয়ে তাকাল। “ কোথায় হারাবে ?” “ দেখা যাক কোথায় হারাতে পারি !” আমার অসমাপ্ত কথা শুনে নারীটি চিন্তিত হয়।

ভুলে যায় চায়ের কথা। জানতে চায় আমি যখন হারিয়ে যাবো সে সময় আমার সাথে মোবাইল থাকবে কি না কিংবা আমার সাথে আবার কবে দেখা হতে পারে ইত্যাদি। আগাম বিচ্ছেদের কথা ভেবে ঝরে পড়া মৃত বকুলের গন্ধকে সে সন্ধ্যায় তীব্র থেকে তীব্রতর করে তোলে। আমি নীরবে অনুভব করতে থাকি তার হৃদয়ের বিচ্ছেদ যাতনার হাহাকার। অবাক হই এই ভেবে যে যা ঘটেনি অথচ যা ঘটতে পারে এমন সম্ভাব্য একটা পরিস্থিতির কথা চিন্তা করে নারীটির ব্যাকুল হবার মতো এমন কী হল ! আমরা নিশ্চুপ হাঁটতে থাকি।

আমার অস্থিরতার কারণ তাকে বোঝাতে পারি না। বলতে পারি না “ আমার এত বাঁধন ভালো লাগে না । আমাকে একটু একলা থাকতে দাও। তারচেয়ে বরং চুপ কর, শব্দহীন হও। ” যদিও কখনও সেই বৃদ্ধা নারীটি আমার উপর কিছু চাপিয়ে দেয় নি ।

কিন্তু আমাকে ঘিরে এত যে তার চাপা উদ্বেগ , হাহাকার , অপেক্ষা করা – সে এসব প্রকাশ না করলেও আমি টের পেতাম এবং বিরক্ত হতাম। কারো মনোযোগ পেয়ে আমি অভ্যস্তও নই বলেই হয়ত আমার এমন লাগত। আমি যখন সচেতনভাবে সিদ্ধান্ত নিলাম কিছুদিনের জন্য তাকে উপেক্ষা করে চলবো ঠিক তখনই দু’ জন হারানো মানুষ আমার সাথে নতুন করে যোগাযোগ শুরু করল যারা বেশ কয়েকবছর আগে ইচ্ছাকৃত ভাবে আমাকে ছেড়ে চলে গিয়েছিল। নারীটি এসব শুনে কিছুটা সংশয় প্রকাশ করে বলেছিল অবশ্য – “ তুমি নিশ্চয়ই আগ্রহ হারিয়ে ফেলেছিলে কিংবা অমনোযোগী ছিলে তাদের প্রতি । জানো তো , মেয়েরা অবহেলা সহ্য করতে পারে না !” বৃদ্ধা ভুল কিছু বলে নি, যদিও আমি খুব প্রত্যয় নিয়ে বলেছিলাম – “ আমি কখনোই কাউকে ছেড়ে চলে যাই নি যদি না কেউ আমাকে নিজ থেকে ছেড়ে চলে না যায় !” সে পাল্টা বলেছিল – “ তুমি নিশ্চয়ই তোমাকে ছেড়ে যাবার মতো আচরণ কর যে কারণে সুকন্যা কিংবা অর্থি চলে গিয়েছিল ” “ তাদের কাছে ডাকার মতো কোনো আচরণও কিন্তু করি নি , তাহলে এত বছর পর কেন তারা আবার ফিরে আসতে চাইছে ! ” – আমার এ কথা শুনে এক ভয়াবহ নিস্তব্ধতা নেমে আসে ঐ মুহূর্তে তার মাঝে।

নীরবতা ভাঙতে আমি একবারও তাকে বলি না যে আসলেই আমার কোনো ব্যাপার বেশিদিন ভালো লাগে না । খুব দ্রুতই আমি বোর ফিল করি সবকিছুতেই ! এ কথা অনেকদিন আগে যদিও একবার তাকে বলেছিলাম আর তা শুনে সে বলেছিল তাহলে আমার কাউকে বিয়ে করাই উচিত না । আমার আসলে সুনির্দিষ্ট কোনো দুঃখবোধ নেই। অনেক ভেবে দেখেছি , খুঁজে পেতে চেষ্টা করেছি ছোটবেলা থেকে শুরু করে এ পর্যন্ত আমার কোনো গভীর ক্ষত বা অপ্রাপ্তি আছে কি না ! কিন্তু কোনো গভীর ক্ষত বা বেদনা কিছুই আমার নেই । আমি যে মাঝে মাঝে হল থেকে বাড়ি যেতাম সে শুধুমাত্র ছুটির দিন গুলোতে খাবার কষ্ট হবে, হলে একা একা থাকতে হবে এই ভেবেই চলে যেতাম বাড়িতে মা- বাবার কাছে।

আমি তাদের কাছে গেলেই শুধুমাত্র তাদেরকে অনুভব করতাম, আমার ভাই- বোনদের দেখলেই মনে পড়তো তাদের কথা। কী বিচিত্র এক ফ্ল্যাট অনুভূতি নিজের মাঝে ধারণ করে আমার সময়গুলো কেটে যেত বা কাটছে এখনো ! দুনিয়াতে জন্মেছি তাই বাঁচতে হবে, খেতে হবে, জীবিকা, বিয়ে বা বাচ্চার বাবা হব নিয়ম অনুযায়ী এমনভাবেই দেখতাম জীবনটা কে। নিয়ম ! এই নিয়মটা কে বানিয়েছে কিংবা কীভাবে হাড়ে- মজ্জায় ঢুকে গেছে আমার, আমাদের কে জানে ! আমার কখনও জীবন নিয়ে কোনো ছকে আঁকা পরিকল্পনা কখনও ছিল না বা এখনো নেই। যদিও নারীটি প্রায়ই জানতে চাইত পড়াশুনা শেষ করে আমি কোন সেক্টরে কাজ করতে আগ্রহী। আমার তার এই কথার উত্তর দিতে ভালো লাগে না ।

তাকে বলতে ইচ্ছে করে না যে কাজ করা তো অনেক পরের ব্যাপার আমার তো পড়তেই ইচ্ছে করে না ! কিন্তু তাকে আমি এসবের কিছুই বলি না। ক্যাফেটেরিয়ার সিমেন্টের ঠাণ্ডা দেয়ালে গা এলিয়ে দিয়ে বসি । কল্পনা করতে থাকি কোনো এক অলীক অরণ্যে আছি আমি । সেখানে আমি আবিষ্কার করে ফেলি বিভিন্ন উজ্জ্বল বর্ণের কিছু গোপন কুঠুরি। এর মাঝে লাল বর্ণের কুঠুরির প্রতি আমি বিশেষভাবে আগ্রহ অনুভব করি।

প্রত্যাশা করতে থাকি চমকপ্রদ কিছুর অপেক্ষায় কিংবা ভাবতে থাকি হিংস্র কিছু ছুটে বের হয়ে আসবে সেই কুঠুরি থেকে, আমাকে ছিঁড়ে-খুঁড়ে ছড়িয়ে দিবে এই মায়াবন অলীক অরণ্যে। “ বললে না তো বাবু , কোথায় কাজ করতে আগ্রহী তুমি পড়াশুনা শেষ হবার পর !” আমি দেখতে পাই সে তার চশমার ভেতর দিয়ে সবুজ সারল্য মাখা দু’চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে আছে আমার জবাব শোনার আশায় । “Why so serious lady !” আমার এ আচরণে নারীটি ব্যথিত হয় হয়তো। তাকে বলি,আমার নিভৃত কিছু সময়ের প্রয়োজন- যাতে হাতের মুঠোয় মন ভরে কিছু জোনাকির চাষ করতে পারি। প্রায়শই নানারকম এলোমেলো ভাবনায় বুঁদ হয়ে থাকতাম।

ক্রমশ বুঝতে পারছিলাম ইদানীং নিজেকেই আমার ভালো লাগছে না আর । নিজের ভেতরে ঘুম পারিয়ে রাখা সেই বিশেষ ভাবটা খুব মৃদু ভাবে ডানা মেলছিল টের পেতে শুরু করেছি। বুঝতে পারছি নিজেকে শান্ত করতে হয়তো আবার আমাকে কিছুদিনের জন্য ডুব দিতে হবে। একটা সময় পরিচিত মানুষদের মাঝ থেকে হঠাৎ করেই আমি হারিয়ে গেলাম। প্রিয় শহরের জনারণ্যে থেকেও গোপনে যাতায়াত করি পরিচিত সড়কগুলোতে; তবে ভয়ে ভয়ে।

কারো সাথে না আবার দেখা হয়ে যায় ! যে কারণে নিজেকে শৃঙ্খলিত লাগতে থাকে খুব। অনেকদিন পর এক শীতের সন্ধ্যায় সেই বৃদ্ধা নারীটিকে দেখি ফুটপাত ধরে হেঁটে আসছে। হাতে বেশ কিছু বই। কাঁধে বরাবরের এক ঢাউস ব্যাগ। ব্যাগের ভেতরে এত কি রাখে সে জানতে চাইলে একবার বলেছিল হাসতে হাসতে – “ অনেক কিছু রাখি ।

” একবার ইচ্ছে করে তার সামনে গিয়ে দাঁড়াই, তাকে চমকে দেই। এতদিন পর আমাকে দেখে নারীটি কেন চমকাবে? নিজেকে এ প্রশ্ন করে কোনো উত্তর না পেয়ে তার সামনে আর যাওয়া হয় না। তাকে বেশ সুখী মনে হচ্ছিল দেখে। আমি কি ঈর্ষান্বিত হচ্ছি তাকে সুখী দেখে ! হ্যাঁ , এই মুহূর্তে আমাকে ঈর্ষা কাতর বলা যায়। নারীটির কোনো সীমানা ছিল না।

কোনো ঘর বা সংসার ছিল না। বাঁধন শূন্য এক মানুষ ! মনে পড়ে অনেকদিন আগে তাকে আমার শৈশবে প্রায়ই ইচ্ছেকৃতভাবে হারিয়ে যাবার গল্প শোনাতে শোনাতে জিজ্ঞেস করেছিলাম – “ আমাকে কখনও খুঁজে না পেলে কি তুমি আমার জন্য বেদনার্ত হবে ?” নারীটি সে কথার উত্তর না দিয়ে বলে – “ চলো আমরা বরং কিছুটা পথ হেঁটে আসি !” হাঁটতে হাঁটতে সে বলেছিল – জোনাকিদের নাকি অনেক কষ্ট ! ছোট একটা শরীরের পুরোটা জুড়েই তারা আগুন ধারণ করে রেখেছে তাই । এ কথাগুলো মনে পড়তেই আমি এ মুহূর্তে বুঝে যাই বৃদ্ধা নারীটিই ছিল মূলত আগুন ধারণ করা একটা জোনাক! আমার বুক ছলকে একটা ঢেউ ছড়িয়ে পড়ে আমার ব্যক্তিগত খতিয়ানে চোখ বুলাতে গিয়ে। কেননা আমি একজন ফেলো-ডি-সি ! ( সমাপ্ত ) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।