আমাদের কথা খুঁজে নিন

   

জোনাকির পাগলামি!:৩

জোনাকি জ্বলা রাতে মন যেতে চাই তারা ছুতে

মনের মাঝে লুকিয়ে থাকা যে ছবিটি থাকে। যেটাকে বর্ননা কারা যায় না, এমন কি সেই ছবিটি ক্যানভাসে আঁকাও যায় না। যখন এতদিনের পরিচিত একজনকে সেই ছবির সাথে মিলে যেতে দেখা যায়। সেই মনের মানুষটিকে আবিষ্কার করতে পারা যায়,তখন মনে হয় এই বুঝি আমার সকল চাওয়া-পাওয়া পূর্ণ হল। কিন্তু না, তখন সৃষ্টি হয় এক অজান ভয়।আমি সেই অজানা ভয় থেকে বলছি...... এতদিন খুজেছি যারে,সেই একটি প্রিয় মন কে হাজার মানুষের মুখের ভিড়ে কত শত জনের মন ভেঙ্গে যার জন্য ছিল আমার নিঃসঙ্গ পথ চলা হ্যা আজ! আজ আমি পেয়েছি তারে পেয়েছি আমি আমার ঘরে এতো খুজে দেখি সেতো আমারই অন্তরে আমারই মন জুড়ে তার বিস্তারন হ্নিদয়ের মাঝে শুধু তারই আলাপন এখন শুধু এই ভয় পেয়েও যদি হারায় তারে যদি না পারি আগলে রাখতে চোখের তারায় আমি কি পারবো যতন করে নিতে সেই প্রিয় মুখ সে কি পথিক হবে আমার একাকিত্ব জীবন পথে আমি পারবো কিনা আপন করে হারিয়ে যেতে কোন এক নিস্চুপ নিরালাই তার চোখে চোখ রেখে......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।