দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক
রাজনীতিতে সক্রিয় হতে যাচ্ছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও বর্তমান কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। ভারতের গুরুত্বপূর্ণ রাজ্য উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের প্রচার চালাতে তিন দিনের সফরে গিয়েছেন প্রিয়াঙ্কা। উত্তর প্রদেশে গিয়ে এ ধরনেরই ইঙ্গিত দিলেন তিনি। এদিকে বিহারের মতো উত্তর প্রদেশেও গান্ধী পরিবারের ভরাডুবি হবে বলে মন্তব্য করেছেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি নিতিন গাদকারি। সূত্র জি নিউজ।
প্রিয়াঙ্কা গান্ধী উত্তর প্রদেশের আমেথিতে ভাই রাহুল গান্ধীর নির্বাচনী এলাকায় গিয়ে সাংবাদিকদের বলেন, এখানে আমার ভাই ও কংগ্রেসকে জেতাতে আমার যা করা দরকার আমি তা-ই করব। উল্লেখ্য, গত সোমবার উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয়। এই রাজ্যের ভোটের ফলাফলের দিকে তাকিয়ে আছে গোটা দেশ। ভোটে জিততে এখন সব দলই মরিয়া। উত্তর প্রদেশে যাতে কংগ্রেস সরকার গঠন করতে পারে সেজন্য গত বছরখানেক ধরে গণসংযোগ অব্যাহত রেখেছেন রাহুল গান্ধী।
প্রদেশের আমেথি ও রায়বেরিলি নির্বাচনী এলাকা পারিবারিকভাবেই কংগ্রেসের শক্ত ঘাঁটি। আর এই শক্ত ঘাঁটি শক্ত রাখতেই পারিবারিক আসনে সফরে গেলেন প্রিয়াঙ্কা গান্ধী। গিয়েই কংগ্রেস কর্মীদের গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে দলের সাফল্যের জন্য ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন তিনি। একই সঙ্গে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, দলের মধ্যে দলাদলি কোনোভাবেই বরদাশত করবে না কংগ্রেস হাইকমান্ড। প্রিয়াঙ্কা বলেন, দলে গোষ্ঠীবাজির ওপর নজরদারি চালাতে গ্রাম পর্যায়ে গোপন ভ্রাম্যমাণ দল তৈরি করা হবে।
মিশন ২০১২ সফল করা ও দলের সাফল্য নিশ্চিত করার জন্য তিনি দলীয় কর্মীদের পারস্পরিক বিবাদ ভুলে একযোগে কাজ করতে বলেন। গ্রামে গিয়ে ভোটারদের কাছে কংগ্রেস ও কেন্দ্রের ইউপিএ সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে জানিয়ে দলীয় প্রার্থীদের পক্ষে তাদের সমর্থন আদায় করতে হবে। সক্রিয় রাজনীতিতে যোগ দিচ্ছেন কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা বলেন, আমার ভাই রাহুল যদি চায় যে এরকম জনসংযোগের মধ্য দিয়ে আমি রাজনীতিতে যোগ দিই তাহলে আমার কোনো আপত্তি নেই। এক কথায় ভাইয়ের জন্য আমি সব করতে পারি। তার এসব কথা ও চলতি সফর তার রাজনীতিতে আসারই ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
অবশ্য এর আগে ২০০৯-এর লোকসভা নির্বাচনের প্রচারেও উত্তর প্রদেশে গিয়েছিলেন প্রিয়াঙ্কা।
এদিকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কেন্দ্রীয় সভাপতি নিতিন গাদকারি বলেছেন, বিহারের মতো উত্তর প্রদেশেও গান্ধী পরিবারের ভরাডুবি হবে। উত্তর প্রদেশে প্রিয়াঙ্কা গান্ধীর সফরের এক দিন পরেই তিনি এ মন্তব্য করলেন। নিতিন গাদকারি বলেন, বিহারে বিধানসভা নির্বাচনের সময়ও রাহুল ও প্রিয়াঙ্কা এখানে এসেছিলেন। কিন্তু কংগ্রেসকে শেষরক্ষা করতে পারেননি।
বিহারে তাদের ভরাডুবি হয়। তিনি বলেন, প্রিয়াঙ্কাকে দিয়েও কোনো কাজ হবে না। বিহারের মতো উত্তর প্রদেশেও তাদের একই ভাগ্য বরণ করতে হবে।
তথ্যসূত্র-
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।