মেঘাতুর আকাশে মেঘেদের গর্জন... পরিবেশ বাঁচাতে পলিথিন বর্জন... কেও গুম হয়... কেও মরছে... তদন্ত কমিটি তদন্ত করছে... কেও খাচ্ছে কেও খাচ্ছে না... তাতে কারো কিছু... যায় আসছে না... নেতা আসবে... নেতা আসছে... মায়ের আঁচল...জলে ভাসছে... দেশ ডিজিটাল... আমি এনালগ... আমি খেটে মরি... নেতা করে ভোগ... দেশ নিয়ে যায় ওই ভারতে... নেতা চাল জমা করে আরতে... দিলো তিতাস চিঁরে ট্রানজিট... কবে দেশ দিয়ে দিবে কে জানে...? দেশ বেঁচে দিয়ে বন্ধুত্ব... এর মানে কি... কেও কি মানে?? bsf মারে বাঙালি... আমরা চির দরিদ্র কাঙ্গালি... মোরা প্রতিবাদ কি তা জানি না? নাকি এ দেশ আমার মানিনা?? মরে ফেলানি মরে, অনেকেই... তাতে কারো কিছু যায় আশে না... তারা নিজের স্বার্থ বোঝে... তারা দেশ কে ভালবাসে না... শুল্ক হ্রাস গাড়িতে... কারো অশুস্থ মা বাড়িতে... তবু তাদের টনক নরে না... কারন তাদের কেও তো মরে না... তারা চলে ফাকা রাস্তায়... তারা জ্যাম কাকে বলে জানে না... তারা বলে দেশ আছে শুখে... তারা আমাদের কথা মানে না... তবু বারবার মোরা ভোট দেই... এই শকুন-কাকের দল কে... প্রতি পদে করি অপমান... এই গণতন্ত্রের বল কে... আজ মরে সাংবাদিক... কাল আপনিও মরবেন... কবরের দাবানলে... পরিতাপ করবেন... আজ আমি কাল আপনি... পরশু আমরা সবাই... করতে পারি দুঃশাসনের... কাণ্ডারিদের জবাই...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।