মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, “আপনি কি শুনতে পান না অন্তঃসত্ত্বা শিরীনের চিৎকার, আপনি কি শুনতে পান না, কিশোর মনিরের বাবার নিঃশব্দ হাহাকার?
“হারতাল অবরোধের নামে, গাড়িতে, বাড়িতে হাতবোমা ছুড়ে, পেট্রোল বোমা নিক্ষেপর করে সাধারণ মানুষকে যেভাবে পুড়িয়ে মারছেন, তাদের অভিশাপে আপনাকেও পুড়তেই হবে।”
সাধারন মানুষের উপর হামলা না করার আহ্বান জানিয়ে খালেদা জিয়ার সোমবারের বিবৃতির কথা তুলে ধরে হাছান মাহমুদ বলেন, “এর মাধ্যমে তিনি সাধারণ মানুষের ওপর হামলার দায়ভার স্বীকার করে নিয়েছেন, এজন্য তাকে ধন্যবাদ।”
বিরোধী দলকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “এখনো সুযোগ আছে, আপনারা নির্বাচনে আসুন। একবার নির্বাচন হয়ে গেলে আর কোনো সুযোগ থাকবে না।”
তিনি অভিযোগ করেন, খালেদা জিয়া নির্বাচনের আগেই জয়ের নিশ্চয়তা চান। তাই সংবিধানের তোয়াক্কা না করে, এমন একটি সরকার চাচ্ছেন, যারা তাকে কোলে করে ক্ষমতায় নিয়ে যাবে।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি চিত্য রঞ্জন দাসের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।