আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষোভের আগুনে যে লেখার শিরোনাম হয় না

অনেকগুলো পোস্ট ড্রাফটে নিলাম বিশেষ কারণে
এলাকার সেলুনে গিয়েছিলাম শেভ করাতে। মেজাজটা এমনি বিলা হইয়া গেলো...। । তাই সামুতে বসলাম । এদেশের কিছু জারজ প্রথম ম্যাচে বাংলাদেশকে সাপোর্ট করতে পারছে না।

কারণ বিপক্ষে খেলবে তাদের ভারত মাতা। মোটামুটি চুপচাপ থেকে শুনলাম ঐ ভাদাদের যুক্তিতর্ক। এই বরাহছানাদের মতে, ‘বাংলাদেশ দুর্বল দল, খড়কুটোর মতন উড়ে যাবে, পাকিস্তানের কাছেই ৯০ রানে হারে, ভারতের সেরা ব্যটিং অর্ডার, তোরা লাউপাতা বিলা শেভাগের হাত থেকে বাঁচতে চাইলে ( আসন্ন বিপদ থেকে বাচতে লাঊপাতা দান করার প্রচলন আছে আমাদের এলাকায়;অন্য এলাকায় কি রেওয়াজ জানি না। ),শচীনের হাতে মারখেয়ে রাজ্জাকের বাপের নাম ভুলে যাবে...... ’ গত বিশ্বকাপের ফলাফল মনে করিয়ে দিলে লাভ হয়না। ওরা কৌশলে এড়িয়ে যায়।

আমি অবশ্য বললাম, ভারত দল হিসেবে ভালো, ব্যটিংতো আরো ভালো । তবে ভালো বোলার নেই বললেই চলে। কিন্তু এদেশের খেয়ে পড়ে হৃদয়ে ভারতকে ধারণ করা লোকজন আগে দেখিনি,(যদিও জানি তা সত্য নয়; আমার বন্ধুদের মধ্যেই অনেকে আছে – একই সময়ে ভারত ও বাংলাদেশের খেলা হলে আগে আমাকে ভারতের খেলার খবর দেখতে বলে cricinfo থেকে ‘ রাখ তোর বাংলাদেশ’, বিস্তারিত পরিচয় লেখলে সাম্প্রদায়িক ছাগু উপাধি আমার নিশ্চিত ) এদের দেশ ত্যগ করা উচিত। তবে আমি মনে করি, কারো ভারতকে সেকেন্ড টিম হিসেবেও সাপোর্ট করা উচিত না। ভারত আমাদের দেশের স্বাধীনতা এনে দিলেও বারবার সীমান্তে ফেলানিদের হত্যা করেছে।

চান্স পেলেই বাংলাদেশের *** মারার চেষ্টা করেছে। তাদের সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দিচ্ছে অথচ আমাদের চ্যানেল গুলো তাদের দেশে ঢুকতে দেবে না। পানি পর্যন্ত পারলে বন্ধ করে দেয়! ফারাক্কা আর টিপাইমুখে। এভাবে বলতে গেলে ফিরিস্তি আর শেষ হবে না ,তাছাড়া ব্লগাররা অনেক জানেন। শুধু আমার আগের লেখা - যে কারণে বিশ্বকাপে পাকিস্তানকে সাপোর্ট করা যাবে না।

একজনে কমেন্ট হুবুহু তুলে দিলাম- মুক্ত মণ বলেছেন: পাকিস্তান এই ২০১১-এ বাংলাদেশের ভালো বা খারাপ কোন হিসেবেই নেই। ভাষার মাসে উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া হচ্ছে হিন্দিতে, এদেশের কতিপয় জারজ বিদেশে গিয়ে ইন্ডিয়ানকের সাথে হিন্দিতে কথা বলে.... আমরা কি দেখেও না দেখার ভান করে যাচ্ছি...? পাকিস্তান একটি বস্তাপচা ৪০ বছরের পুরোনো ইতিহাস। কথায় কথায় আমরা সেই জুজুর ভয় দেখিয়ে যাচ্ছি, আর সেই সুযোগে ভারত আমাদের আত্মসম্মানকে গ্যা রেপ করে যাচ্ছে ..... হায়রে সচেতনতা... খেলার মাঝে politics ঢুকানোর অপবাদ দিবেন আমাকে। কিন্তু আজ পর্যন্ত তাদের দেশে কোন পুর্ণাংগ সিরিজ খেলার সুযোগ দেয়নি তারা আমাদের। টেস্ট খেলুড়ে এই একটি দেশেই বাংলাদেশ টেস্ট খেলার সুযোগ পায়নি।

কারণ তাতে তাদের ব্যবসায় লাভ কম হবে। ক্রিকেট তাদের কাছে শুধুই ব্যবসা। যত আর্ন্তজাতিক ব্লগ বা ফোরাম আছে ও ক্রিকেট নিয়ে আলোচনা হয় এখানে একটা মজার জিনিস লক্ষ্য করবেন- একমাত্র ভারতীয়রাই আমাদের উত্থানকে সহ্য করতে পারে না। বাকি সবাই কিন্তু আমাদের দলকে উৎসাহ দেয়। গত বিশ্বকাপে আমাদের কাছে হারার পর খেয়াল করলাম পরের রাউন্ডে পাকিস্তানিরা যেমন আয়ারল্যান্ডকে সাপোর্ট করেছে বাংলাদেশের বিরুদ্ধে ইন্ডিয়ানরাও তাই ( কোলকাতা ওয়ালারা বাদে) প্রতিবেশি সুলভ কাতির করেনি।

তবে এশিয়ার কোন দলকে সাপোর্ট করতে চাইলে শ্রীলংকা হতে পারে আপনার সেরা চয়েস। কোনদিন আমাদের দেশের *** মারেনি। জিতলে ভারতীয় মিডিয়ার মত লম্ফঝম্প ওরা করে বলে শুনিনি। আইনবিদ বল্গারদের বলতে চাই -যদি দুই চারটা ভাদাকে ১০-২০ টা চরথাপ্পর দেই তাইলে কি পরিমাণ শাস্তি পেতে হবে । জেল খাটা কি নিশ্চিত।

না হইলে ১৯ তারিখ জাতীয় থাপ্পর দিবস ঘোষণা দিলাম।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.