আমাদের কথা খুঁজে নিন

   

সেমিফাইনাল বাধাও পেরিয়ে গেলেন লিসিকি

এবারের উইম্বলডনটা স্মরণীয় করে রাখার মিশনেই যেন নেমেছেন সাবিনা লিসিকি। চতুর্থ রাউন্ডের লড়াইয়ে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে শুরু করেছিলেন স্বপ্নযাত্রা। কোয়ার্টার ফাইনালে কাইয়া কানেপিকে হারাতে খুব একটা বেগ পেতে হয়নি। তবে সেমিফাইনালে কঠিন প্রতিপক্ষের মুখেই পড়তে হয়েছিল লিসিকিকে। র্যাঙ্কিংয়ের চার নম্বরে থাকা আগ্নিয়েস্কা রাদভানস্কাই ছিলেন আজকের ম্যাচের ফেবারিট।

কিন্তু অঘটনের উইম্বলডনে উল্টোটাই ঘটবে, এটাই যেন স্বাভাবিক। হলোই তা-ই। উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে ৬-৪, ২-৬, ৯-৭ গেমের জয় দিয়ে লিসিকি প্রথমবারের মতো পা রাখলেন উইম্বলডনের ফাইনালে।
প্রথম সেটে ৬-৪ গেমের জয় দিয়ে শুরুটা দারুণভাবে করেছিলেন জার্মান তারকা লিসিকি। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান রাদভানস্কা।

খেলায় সমতা ফেরান ২-৬ গেমের জয় দিয়ে। ফলাফল নির্ধারণী তৃতীয় সেটের শুরুতেও বেশ খানিকটা সময় এগিয়ে ছিলেন রাদভানস্কা। কিন্তু ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর যেন মরিয়া হয়ে ওঠেন লিসিকি। ঘুরে দাঁড়াতে থাকেন নাটকীয়ভাবে। দুই ঘণ্টা ১৮ মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর শেষ হাসিটাও হেসেছেন ২৩ বছর বয়সী লিসিকি।


উইম্বলডনের অপর সেমিফাইনালে মারিওন বারতোলি অনায়াসেই হারিয়েছেন বেলজিয়ামের কারস্টেন ফ্লিপকেনসকে। ৬-১, ৬-২ গেমের জয় দিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন বারতোলি।
শিরোপা জয়ের চূড়ান্ত লড়াইয়ে আগামী শনিবার মুখোমুখি হবেন বারতোলি ও লিসিকি। — রয়টার্স।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.