আমাদের কথা খুঁজে নিন

   

সেমিফাইনাল সম্ভব, তবে...

এত সমীকরণ মাথায় রাখার কোনো প্রয়োজনই ছিল না, যদি কাল ভারতকে বাংলাদেশ হারাতে পারত। কাল জিতলে শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ই বাংলাদেশকে তুলে দিত সেমিফাইনালে। কিন্তু খেলা শেষ হওয়ার মুহূর্ত খানেক আগে রেফারির বিতর্কিত বাঁশি আর ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রীর ফ্রি-কিক বাংলাদেশকে ফেলে দিয়েছে নানারকম যোগ-বিয়োগ আর কঠিন সব হিসাব-নিকাশের মধ্যে।
কাল কাঠমান্ডু আর্মি গ্রাউন্ডে বাংলাদেশ-ভারত ম্যাচ শেষ হওয়ার পর কিছু দূরেই দশরথ স্টেডিয়ামে হয়েছে আরেক নাটক। নেপাল-পাকিস্তান ম্যাচে খেলার শুরুতেই গোল করে এগিয়ে গিয়েছিল পাকিস্তান।

খেলার সময় যতই শেষের দিকে গড়াচ্ছিল বাংলাদেশের সামনে সম্ভাবনার দিগন্ত খুলে যাচ্ছিল ততটাই। কাল নেপাল যদি হেরে যেত তাহলে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় আর ভারতের কাছে নেপালের হারই বাংলাদেশকে তুলে দিত সেমিফাইনালে। কিন্তু ম্যাচের ইনজুরি সময়ে নেপাল গোলটি শোধ করে দিলে বাংলাদেশ পড়ে যায় অনিশ্চয়তার মধ্যেই। তবে স্বস্তির বিষয়, সেমির সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি বাংলাদেশের। সবকিছু ঠিক রাখতে এখন শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে।

অন্যের ওপর নির্ভরতা যেহেতু আছে তাই পাকিস্তানের বিপক্ষে একাধিক গোলে জিতলে নিজেদের কাজটা অনেকখানিই এগিয়ে রাখতে পারবে বাংলাদেশ। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.