আমাদের কথা খুঁজে নিন

   

প্রচারণায় মুখর নরসিংদী

পঞ্চম দফা উপজেলা নির্বাচনে নরসিংদীতে এবার অস্তিত্বের লড়াইয়ে নেমেছেন বৃহৎ দুই রাজনৈতিক দলের জনপ্রিয় দুই প্রার্থী। আবেগ আর বিবেককে পুঁজি করে মাঠ চষে বেড়াচ্ছেন হেভিওয়েট দুই প্রার্থী। তাদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বুবলী তার প্রয়াত স্বামীর উন্নয়নের ফিরিস্তি নিয়ে হাজির হচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। বিএনপি সমর্থিত প্রার্থী মঞ্জুর এলাহী আবেগ নয়, বিবেককে কাজে লাগিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান নিয়ে ছুটছেন শহর থেকে গ্রাম। ৩১ মার্চ নির্বাচনকে ঘিরে সদর উপজেলা পরিষদে তিনটি পদের জন্য চারজন চেয়ারম্যান পদপ্রার্থী, আটজন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও দুজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- জেলা বিএনপির সহসভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান বিএনপি সমর্থিত প্রার্থী আলহাজ মঞ্জুর এলাহী (প্রতীক আনারস), আওয়ামী লীগ মনোনীত প্রার্থী  প্রয়াত পৌর মেয়র লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত বুবলী (প্রতীক কাপ-পিরিচ), বাংলাদেশ ইসলামী আন্দোলন দলের আবদুল ওয়াহাব মোল্লা (মোটরসাইকেল), স্বতন্ত্র মো. হাবিবুল্লাহ বাহার হাবিব (দোয়াত-কলম)। বিদ্রোহী প্রার্থীকেই সমর্থন দিলেন রিজভী : সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এ কে এম মোশাররফ হোসেনের গাড়িতে হামলা, ভাঙচুর ও তাকে লাঞ্ছিতকারী নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী ফরিদা ইয়াসমিনকেই (আনারস) সমর্থন দিয়েছেন বিএনপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার বিকালে রুহুল কবির রিজভী আনারস প্রতীকের প্রার্থী ফরিদা ইয়াসমিনকে সমর্থন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় সূত্র জানায়, নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৭ মার্চ বিএনপি নেতা আবুল খায়ের বাবুলকে (দোয়াত-কলম) দল সমর্থিত প্রার্থী ঘোষণা করে চিঠি দেন রুহুল কবির রিজভী। সেই মোতাবেক শনিবার দিনভর তার পক্ষে নান্দাইলে জনসংযোগ শেষে রাতে ময়মনসিংহের উদ্দেশ্যে ফেরার পথে দলের বিদ্রোহী প্রার্থী ফরিদা ইয়াসমিনের (আনারস) দেবর স্থানীয় পৌর মেয়র আজিজুল ইসলাম পিকুলের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি গ্র“প বাঁশ-লাঠি নিয়ে সাবেক প্রতিমন্ত্রীর গাড়িতে হামলা ও ভাঙচুর করে।

এ সময় দ্রুত গাড়ি থেকে নেমে প্রাণে রক্ষা পান সাবেক প্রতিমন্ত্রী। দলীয় নেতা-কর্মীরা জানান, এ হামলার ঘটনার দায়ে দলের বিদ্রোহী প্রার্থী ফরিদা ইয়াসমিন ও তার দেবর পৌর বিএনপি নেতা পিকুলের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পরিবর্তে সোমবার বিকালে উল্টো ফরিদা ইয়াসমিনকেই দল সমর্থিত প্রার্থী ঘোষণা করেন রুহুল কবির রিজভী। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মাঝে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে। বানিয়াচংয়ে লড়াই হবে দ্বিমুখী : ৩১ মার্চ পঞ্চম দফায় অনুষ্ঠেয় হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা জমে উঠেছে। এ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে ৫ জন ও বিএনপি থেকে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে ৬ জন, বিএনপি থেকে ১ জন, জামায়াত থেকে ১ জন, খেলাফত মজলিস (মাও. ইসহাক) থেকে ১ জন, খেলাফত মজলিস (শায়খুল হাদিস আজিজুল হক) থেকে ১ জন ও স্বতন্ত্র থেকে ১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে ৩ জন ও বিএনপি থেকে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার ও বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক দুবারের উপজেলা চেয়ারম্যান নুরুল আমীন চৌধুরীর মধ্যে লড়াই হবে বলে সচেতন ভোটাররা মনে করছেন। তিতাসে নির্বাচনী প্রচারণায় নেমে প্রতিপক্ষের রোষানলেকুমিল্লার তিতাস উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থী পারভেজ সরকারের পক্ষে কাজ করতে গিয়ে প্রতিপক্ষের রোষানলে পড়েন আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক সজিব আহমেদ ডিউক। ৫ মার্চ সন্ধ্যায় উপজেলার মাছিমপুর বাজারে হামলার শিকার হন তিনি।

এরপর ধারাবাহিক হুমকি-ধামকিতে ডিউক নিরাপত্তাহীনতায়ভুগছেন বলে জানিয়েছেন ডিউক।     [প্রতিনিধিদের পাঠানো খবর] 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.