নিরব আঙ্গিনায় বসে আছি হয়ত স্পর্শ আমাতে আমি হব।
এইতো গত কয়েক দিন মাস ছয়েক আগে নরিসংদী রেল ষ্টেশন আধুনিকায়ন করা হয়েছে। খুবই ভাল কথা কত কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হয়েছে ঠিক মনে নেই। তবে আধুনিকায়ন করা হয়েছে। আগে ছিল সাধারন এখন হয়েছে উন্নত এই যা।
তবে দুঃখজনক হলেও সত্য এই যে আধুনিকায়ন করার পরে ও এখানে সৌন্দর্য অবহেলিত আছে। যে অংশে ফুলের গাছ লাগানোর কথা ছিল ঐ অংশে গুচরন ভূমি এবং আদম পাখি প্রাকৃতিক কর্ম শেষ করতে পারে সাচ্ছন্দে সেটাই বা কম কিসে। আর অব্যবস্থাপনার কথা নাই বললাম। মাঝে মাঝে খুব দুঃখ হয় আমাদের দেশে সব কিছুতে এত অব্যস্থাপনা কেন। একটা জেলার প্রধান ষ্টেশন অথচ এখানে সকল আন্তঃনগর রেল থামেনা ।
একটা জেলার প্রধান ষ্টেশন অথচ যত্র তত্র দোকান আর হকার। ময়লার কথা বর্ণনা নাই দিলাম কিন্তু মনে হয় দেখার কেউ নেই। ষ্টেশনে ঢুকতে প্রদান ফটকের গ্লাস ও দরজা ভাঙ্গা কিন্তু সবাই যে যার যার মত কার্য সম্পাদন করছে। মনে হয় এগুলো দেখার কেউ নেই। আর ওভার ব্রিজ নামে একটা জিনিস আছে যেটা কদিন পর পর মেরামতের প্রয়োজন হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।