আমাদের কথা খুঁজে নিন

   

ধারাবাহিক পোস্ট : *নামকরণের ইতিহাস* জেলার নাম : নরসিংদী ;

ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :)

নামকরণ :- নরসিংদী জেলার নামকরণ নিয়েও নানা মত প্রচলিত আছে । বিভিন্ন সূত্রে জানা যায় , সোনারগাঁ ভূ-খন্ডের উত্তর-পশ্চিম সীমান্তে শীতলক্ষ্যা নদীর তীরে 'ধনপদ সিংহ' নামক এক হিন্দু ভূ-স্বামী জমিদারী প্রতিষ্ঠা করে রাজা খেতাব গ্রহন করেন। রাজা ধনপদ সিংহের এক মাত্র পুত্র নরসিংহ শীতলক্ষ্যা নদীর তিন মাইল পুর্বে , প্রাচীন ব্রহ্মপুত্র নদীর তীরে মহেশ্বরদী পরগনায় 'নগর নরসিংহ' নামে একটি ছোট শহর প্রতিষ্ঠা করে বসবাস করতে থাকেন । এবং এই নরসিংহের নাম অনুসারেই পরে নরসিংদী জেলার নামকরণ করা হয় । আবার অনেকেরই ধারণা, এখানকার আদিবাসীরা সিংহের মতই পরাক্রমশালী ছিলেন বলে এ স্থানের নামকরণ করা হয়েছে নরসিংদী । অন্য একটি সুত্রে জানা যায় , সেন রাজারা শহরে বিষ্ণুর নরসিংহ অবতার রুপ একটি মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন , সেই থেকে এই অঞ্চলের নাম নরসিংদী । ঐতিহাসিক ও দর্শনীয় স্থান : উয়ারী বটেশ্বর গ্রাম , ঘোড়াশাল সার কারখানা , ধন্যবাদ ,

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।