আমাদের কথা খুঁজে নিন

   

মিডিয়া : বর্তমান প্রেক্ষাপটে তার ভুমিকা

" মিডিয়া " শব্দটা এখন অনেকটা আতঙ্কের নাম । কারন মূলত সাংবাদিকদের "biased খবরের" প্রচারনা। এটা শুধুমাত্র বাংলাদেশ নয় সারা দুনিয়ায় এখন ক্ষমতাসীন দের বা সুবিধাবাদিদের পক্ষে সাফাই গাওয়ার একমাত্র মাধ্যম । অথচ মিডিয়া তথা পত্র পত্রিকা , টিভি চ্যানেল আর রেডিও উদ্ভাবনের পিছনে কারন একটাই যাতে বহু দূরে ঘটে যাওয়া ঘটনার ছবি , ফুটেজ বহু দূর দুরান্তের মানুষের কাছে পৌঁছে যায় । এরপর এর ভুমিকা আর একটু প্রকট হয় যখন তা সাধারন মানুষের দুঃখ কষ্টের কথা সরকার বা প্রভাবশালী মহলের নিকত পৌঁছানোর একমাত্র বার্তা হিসেবে কাজ করে।

কিন্তু হায় এখন মিডিয়া র অবস্থান অনেকটা "সংবাদ বিজনেস" এর পর্যায়ে দাঁড়িয়েছে । শব্দটা অদ্ভুত হলেও এর থেকে যথোপযুক্ত শব্দ খুজে পেলাম না । এখনকার দুনিয়ায় পত্রিকা বা টিভি চ্যানেল গুলো চলে মুলত কোন কোন করপোরেট বিজনেস বা কোন রাজনৈতিক দলের অর্থ দিয়ে । যার ফলশ্রুতিতে সেই সংবাদ মাধ্যম গুলো তাদের স্বার্থ সিদ্ধির জন্যই সংবাদ ছাপে। ফলে বিভিন্ন পত্রিকার ভিন্ন ভিন্ন খবর ,একেক সংবাদ মাধ্যমগুলোর একেক প্রচারনা আমাদের মত সাধারন মানুষ কে কোন সঠিক মতে পৌছতে দেয় না।

দ্বিধান্বিত মানুষ আরও দিধাগ্রস্ত হয়ে পরি। গত কালকে আমি এক পত্রিকার এক খবর পরে হতচকিত হয়ে যাই । কারন অন্য আরেক পত্রিকায় ঠিক তার বিপরীত খবর । একই ঘটনা দুই পত্রিকার দুই রকম রিপোর্ট । হয়ত আমার মত এমন আশ্চর্য অনেকে রোজ দিনই হন।

আমার প্রশ্ন যারা আমরা বিবেকবান মানুষ যাচাই করে সত্য খুঁজি তাদের কথা না হয় বাদ দিলাম কিন্তু যারা অন্ধভাবে কোন কোন পত্রিকা বা মিডিয়ার উপর আস্থাবান তাদের এর অন্ধ বিশ্বাস কে পুঁজি করে তাদের কে আরও অন্ধত্ব এর দিকে ঠেলে দিয়ে এসব রিপোটার কত বড় অন্যায় করছেন তার হিসাব কি তারা রাখেন ? তারপরও আশাহত হই না কারন সব খারাপের মধ্যেই ভাল আছে । এখন ফেসবুক , ব্লগ এর মাধ্যমে আমাদের মত সাধারন মানুষ তাদের না বলা কথা গুলো বলার মত প্লাটফর্ম খুজে পায়। আমরা সাধারন মানুষ সত্যকে জানতে চাই। কারন আমরা বিজনেস বুঝি না, আমরা ক্ষমতা বুঝি না আমাদের একটা চাওয়া আর তা হল দেশের বৃহত্তর শক্তি জনগনএর প্রতি রিপোর্টাররা সদা সর্বদা সত্য খবর প্রকাশ করে তাদের প্রতি দায়বদ্ধতা মিটাবে । কারন সাধারন জনগণই দেশের আসল শক্তি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.