কতোটা বাসি ভালো,
জানতে চেওনা।
জানোতো আমার হৃদয় লাফায়,
কন্ঠ খোলেনা।
অভিজ্ঞতার অভাব আমার,
একটাই প্রেম।
কয়েক হালি হলে তোমায়,বুঝিয়ে দিতেম।
ভালোবাসা সাগর হলে,
নৌকা তুমি।
ভালোবাসা বৃষ্টি হলে,
আকাশ আমি।
ঠিক তা ও না কেমনে বুঝাই,
কান্না এলে।
ভালোবাশি তোমায় আমি,
চোখের জলে।
গুমরে কাঁদা হৃদয় রাতে,
মেঘের সাথে।
বৃষ্টি ঝরায় হাত টা রেখে,
তোমার হাতে।
কি করে যে বুঝাই বলো,
কেমনে বুঝাই।
রোজ রাতে তাই আঁধার চিড়ে,
তোমায় সাজাই।
বুঝাতে আমি পারবোনা তা,
কোনো দিনও।
পারো যদি বাসতে ভালো,
বুঝে নিও।
বুঝতে হলে সঙ্গে থেকো,
বুঝবে জানি।
আমায় বুঝতে লাগবে হৃদয়,
করবো রানী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।