এলেমেলো কথাবার্তা tutul@amrabondhu.com
প্রাপ্তি। তুলতুলে ছোট্ট একটি বাবু। ২০০৬ সালের কোন এক সময়ে অমি রহমান পিয়াল এর মাধ্যমে সামহোয়ারইনব্লগ এ পদার্পন। তখনো প্রাপ্তি শুধুই একটি নাম। সেই নামটি কিভাবে আমাদের হৃদয়ের বিশাল অংশ জুড়ে জায়গা দখল করে নিল।
কেউকি ভেবেছিল ঘুনাক্ষরে?
একটা কঠিন রোগে আক্রান্ত হয়ে আমাদের পরম প্রিয় এই ছোট্ট বাবুটা হারিয়ে যেতে বসেছিল। লক্ষী মামনিটা আমাদের ছেড়ে চলে যাচ্ছিল প্রায়। আজ শত শত ব্লগারদের বাড়িয়ে দেয়া হাত... আমাদের হৃদয় নিংড়ানো ভালবাসা ... প্রাপ্তির মুখের স্বর্গীয় হাসির আভায় পরিণত।
হয়তো আমরা অনেক কিছুই করতে পারিনি ... কিন্তু আমাদের সফলতা সকল ব্লগারদের যুথবদ্ধতায়... সবগুলো মুষ্ঠিবদ্ধ হাতের শক্তিকে একত্রিত করতে পেরেছি। অশেষ ভালবাসায় আপ্লুত হয়েছি।
প্রাপ্তির জন্য গলায় গলা মিলিয়ে আমরা কেদেছি...হাতে হাত রেখে এগিয়ে গিয়েছি কিছুটা পথ। আজ সেই কান্না আমাদের একটি হাসিমুখ উপহার দিয়েছে। আজকে যেই প্রাপ্তিকে আমরা দেখি... তার প্রায় পুরোটাই ব্লগারদের ভালবাসায় নতুন ভাবে জন্ম নেয়া প্রাপ্তি। আমার প্রাপ্তি... আমাদের প্রাপ্তি।
প্রাপ্তি আজ অনেকাংশেই শংকামুক্ত।
আপনাদের আর একটু সহযোগীতা পেলেই প্রাপ্তি হয়তো সুস্থতার পূর্ণতা পাবে। সেইটুকু আমরা করব ইনশাল্লাহ।
হঠাৎ করে কেনইবা এত কথা বলছি? একটা ভাবনা আমাকে আবার নতুন একটা কাজের জন্য ভাবাচ্ছে। ভাবতে বাধ্য করছে। সেই টুকুই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এত কথা।
আচ্ছা বলুন তো যূথবদ্ধতায়... যতগুলো মুষ্ঠিবদ্ধ হাতের শক্তিকে একত্রিত করতে পেরেছি, হাতে হাত রেখে এগিয়ে গিয়েছি কিছুটা পথ.....আমরা কি এখানেই থেকে থাকব? নাকি আরো একটু এগিয়ে যাব? প্রশ্নটা এই আপনাকেই করছি। আপনার একটা পজিটিভ উত্তর আরো হাজার হাজার প্রাপ্তিকে হাস্যোজ্বল করে তুলতে পারবে, আরো হাজার হাজার প্রাপ্তিকে দিবে নতুন জীবনের সন্ধান। এই কারনেই আজকের এই ভাবনা। প্রাপ্তি ফাউণ্ডেশন। অনেকেই অনেক ভাবে চেষ্টা করেছেন।
কৌশিকদা, পিয়াল ভাই, জেবতিকদা, কালপুরুষদা, সুনিলদা, রাগ ইমন সহ অনেকেই অনেক খানি এগিয়েও নিয়েছেন সব্বার নাম এইমুহুর্তে মনেও করতে পারছি না... (ক্ষমা চাচ্ছি স্মরণশক্তির দূর্বলতার জন্য)। সেইখান থেকে আমরা আবার শুরু করব। একটি ... দুটি... তিনটি ... এভাবে সামর্থের সবটুকু দিয়ে... যতট মুখে হাসি ফোটানো সম্ভব আমরা তার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখতে চাই...
চলার এই পথে আপনার হাতটা কি পাব না? আপনার বাড়িয়ে দেয়া হাত... অনেক না হোক অন্তত কিছু মানুষের মুখে হাসি ফোটাবে... এটাইবা কম কিসে? দেশের হাজারটা সমস্যার মাঝে একটা কাজ অন্তত আমরাই এগিয়ে নেই ..
বাড়াবেন না আপনার হাতটা?
যেটা করতে চাই:
একটা সংগঠন তৈরী করা ... লাইক প্রাপ্তি ফাউণ্ডেশন ... এর মাধ্যমে প্রাপ্তির বাকি চিকিত্সা সম্পন্য করা এবং এর পর অন্যান্য অবহেলিত শিশুদের ... চিকিত্সা বঞ্চিত শিশুদের সহযোগীতা করার লক্ষ্যে কাজ করা। হয়তো আমি/আমরা থাকব না কিন্তু সংগঠন বেচে থাকবে যুগ যুগ ধরে।
প্রাপ্তিকে নিয়ে পোস্টগুলো:
সারিয়া তাসনিম: আমাদের প্রাপ্তি এবং প্রাপ্তি এখন সবার
অমি রহমান পিয়াল : (পোস্ট ড্রাফট ) Click This Link
সাদিক মোহাম্মদ আলম : সমবেত এই আমরা একটু থামতে পারি কি? একটু থামুন... প্রাপ্তি আপনাদের কি যেন জানাতে চাইছে...
সামী মিয়াদাদ : প্রাপ্তির জন্য
মোসতফা মনির সৌরভ: আমরা কি পারব না প্রাপ্তির চিকিত্সা সম্পূর্ণ করতে? আমরা কি পাব না রাহেলার বিচার?
সুনীল সমুদ্র : কোথায় রাখবে তুমি সরিয়ে ‘প্রাপ্তি’-কে, আর কতদূর?... এবং প্রতিক্ষার ২৩শে জুন: প্রাপ্তির পরশ প্রার্থনায় – প্রত্যয়ী পতাকাতলে পুনর্বার:
কালপুরুষ: “প্রাপ্তি” আমাদের সবাইকে এক সূতোয় গেথে ফেললো:
আরাফাত রহমান: প্রাপ্তি ফাউণ্ডেশনের জন্য লেগো
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।