ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
নীরবে নিভৃত চুম্বনে সিক্ত হৃদয় ভেলায়
আঁধারের বক্ষ জুড়ে স্বপ্ন ভঙ্গের খেলায়
খুঁজিতেছে মনপাখি মনেরও মানুষের ছবি
জীবন জীবনের সাধনা পূর্ণ হলো সবই
তবুওতো দেখা তার মিলিল না কভু
কি যে হবে কি যে রবে জানে বিশ্ব প্রভু
মনের জমিনে নিরিবিলি পোকার চাষবাস
নিখুঁত হৃদয়ে আজ খুঁতখুঁতের উচ্ছ্বাস
আকাশের ফাঁকে ফাঁকে মেঘেদের গুঞ্জন
শুনিনাতো বহুদিন শীতলক্ষার গর্জণ
হৃদয়ের চিকন আর কালো সিঁথি ঘেঁষে
স্মৃতিদের উঁকি ঝুকি মিটিমিটি হেসে
চারিধার উন্মুক যেন প্রকান্ড খোলা জমিন
আজ অবশেষে এল বুঝি চির পালাবার দিন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।